বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

আমাদের উত্তরা ফাউন্ডেশন’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ বার পঠিত

উত্তরা প্রতিনিধি (হাফসা):
রাজধানীর উত্তরায় সামাজিক ও সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের উত্তরা ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

২৭ ই ডিসেম্বর (শুক্রবার)বিকাল ৩ ঘটিকায় উত্তরা রবীন্দ্র সরণী রোডের মুগ্ধ মঞ্চে আমাদের উত্তরা ফাউন্ডেশন’র উদ্যোগে শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও জমকালো আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

আমাদের উত্তরা ফাউন্ডেশন’র সভাপতি আলী হোসেন শ্যামল এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমাদের উত্তরা ফাউন্ডেশন এর মহিলা বিষয়ক সম্পাদক আখি ও কার্যনির্বাহী সদস্য দেওয়ান আরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের উত্তরা ফাউন্ডেশনের সহ-সভাপতি রিপা খান, সাধারণ সম্পাদক এলেন বিশ্বাস।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরা প্রেস ক্লাবের সভাপতি মো: মাসুদ পারভেজ।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান হাফিজ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল খান।উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা ছাত্র দলের সভাপতি এস এ খান সোয়েব।

আরো উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক স্বপন রানা ও দপ্তর সম্পাদক চপল সরদার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমাদের উত্তরা ফাউন্ডেশন’র সম্মানিত উপদেষ্টা মোনালিসা মুন্নী ও মাহতাব ফরাহী।
এ সময় উত্তরা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ পারভেজ বলেন,দুস্থ গরীব অসহায় মানুষের মাঝে শীত বস্র বিতরণ করে উত্তরা ফাউন্ডেশন যে ভাবে মানবতা দেখিয়েছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
আমাদের উত্তরা ফাউন্ডেশনের মহতী এই উদ্যোগ এখানকার ধনাঢ্য ব্যক্তি ও ব্যবসায়ী সমাজকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আরো বেশি অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কোরআন তেলওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। পরবর্তীতে কেক কেটে আমাদের উত্তরা ফাউন্ডেশন এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সময় শীতার্তদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। কম্বল বিতরণ শেষে সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com