শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ঢাকায় এসে বাংলাতে কথা বললেন শহীদ আফ্রিদি

  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২২ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ বিপিএলের ১১তম আসর শুরু হবে আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে। তার আগে আজ বাংলাদেশে এলেন কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আফ্রিদি বিপিএলের ছয়টি আসরে খেলেছিলেন। এবার অবশ্য ক্রিকেটারের ভূমিকায় নয়, তিনি এলেন পরামর্শক হিসেবে।শুরুতেই অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলভুক্ত করে চমক দেখায় তারা।

তারপর জানা যায়, এবারের আসরে চট্টগ্রাম কিংসের মেন্টর এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকবেন শহিদ আফ্রিদি। মাস দুয়েক আগেই সে খবর ছড়িয়ে পড়ে।

এবার কথামতো ঠিক ঢাকায় পৌঁছে গেলেন পাকিস্তানের কিংবদন্তি এই অলরাউন্ডার। বিপিএলে চট্টগ্রাম কিংস শিবিরে যোগ দিতে যাওয়া আফ্রিদি আজ রোববার ঢাকায় পা রেখেই ভাঙা ভাঙা বাংলায় বললেন, ‘আমি বাংলাদেশে চলে এসেছি।’

বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে খেলেছেন আফ্রিদি। পরের আসরগুলোয় সিলেট সুপারস্টারস, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা প্লাটুনের হয়ে খেলেছেন।

সব মিলিয়ে ৪৫ ম্যাচের ৩৫ ইনিংসে ব্যাটিং করে ৫৩৯ রান করেছেন পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার। বল হাতে আফ্রিদি শিকার করেছেন ৫৭ উইকেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com