ক্রীড়া প্রতিবেদকঃ বিপিএলের ১১তম আসরের উদ্বোধনী দিনে জয় পেয়েছিল রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে চিটাগং কিংস এবং খুলনা টাইগার্স।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে খুলনা টাইগার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে চিটাগং কিংস।
চিটাগং কিংসের একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাঈম ইসলাম, উসমান খান, হায়দার আলি, শরিফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, থমাস ও’কনেল ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
খুলনা টাইগার্সের একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, মাহিদুল ইসলাম, আবু হায়দার, হাসান মাহমুদ, মোহাম্মদ নাওয়াজ, ওশান টমাস, ইব্রাহিম জাদরান ও উইলিয়াম বোসিসটো।