ক্রীড়া ডেস্কঃ মেজর লিগ ক্রিকেটের দলগুলো আগামী মৌসুমের জন্য তাদের রিটেইন খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। যেখানে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স সাকিব আল হাসানকে রিলিজ দিয়েছে, অর্থাৎ আগামী মৌসুমের জন্য তাকে দলে রাখেনি।
প্রথমে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ে, এরপর চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি। যার কারণে আগামী এক বছর প্রতিযোগিতামূলক ক্রিকেটে বোলিং করতে পারবেন না। তবে চালিয়ে যেতে পারবেন ব্যাটিং।
সাকিব আল হাসানের সবচেয়ে বড় অস্ত্র তার বোলিং। সেটাই করতে পারছেন না। তার ওপর বাংলাদেশে আসতে না পারায় বাদ পড়েছেন চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে। এবার এই টাইগার অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র মেজর ক্রিকেট লিগের ক্লাব লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।
গেল আসরে টুর্নামেন্টটিতে প্রথমবারের মতো খেলেছেন সাকিব। সেই আসরে লস অ্যাঞ্জেলসের হয়ে ৬ ম্যাচ খেলে ৬০ রান আসে তার ব্যাট থেকে। প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হওয়া নতুন আসরের ড্রাফটের আগে তাকে ছেড়ে দিয়েছে দলটি।
শুধু সাকিবকে নয়, ডেভিড মিলার, জেসন রয়, অ্যাডাম জাম্পার মতো তারকা ক্রিকেটারদের ধরে রাখেনি লস অ্যাঞ্জেলস। আগামী আসরের জন্য ড্রাফট অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। সেখানে দল পান কি না এই টাইগার অলরাউন্ডার, সেটাই এখন দেখার বিষয়।