সিটিজেন প্রতিকেদক: যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান।
মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বিপ্লবোত্তর নয়া রাজনৈতিক দল: ছাত্র-জনতার প্রত্যাশা, সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
মাহমুদুর রহমান বলেন, তুলসী গ্যাবার্ড ভারতে বসে যে ষড়যন্ত্র করছেন তার বিরুদ্ধে জিও পলিটিক্যাল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে আমাদের। তরুণদের নতুন রাজনৈতিক দলকে আন্তর্জাতিক এসব চাপ মোকাবিলা করতে হবে।
এনসিপির উদ্দেশে তিনি বলেন, সবাইকে সন্তুষ্ট করার একটা প্রচেষ্টা নতুন দলের মধ্যে দেখা যাচ্ছে। নতুন দলের লোকজনের মধ্যে মতানৈক্য দেখতে পাই। একজনের বিবৃতির সঙ্গে আরেকজনের বিবৃতি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। রাজনৈতিক বয়ান পরিষ্কার হতে হবে, কোনো গোপনীয়তা থাকতে পারবে না।
আওয়ামী লীগের পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলের সংস্কার প্রয়োজন। শেখ হাসিনাসহ শেখ পরিবারের সব সদস্য এবং সব খুনি লুটেরাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে সংস্কারের পর যে আওয়ামী লীগ আসবে, তারা রাজনীতি করবে। এর আগে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ দেয়া যাবে না।
আওয়ামী লীগের সংস্কার আওয়ামী লীগকেই করতে হবে মন্তব্য করে তিনি বলেন, হাসিনাসহ বাকিদের বাদ দেয়ার পর জনগণ বিবেচনা করবে আপনাদের রাজনীতি করতে দেয়া যাবে কিনা।