বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মানবিক করিডোরের নামে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা দেশের জন্য হুমকি স্বরুপ – আমিনুল হক সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’ কানে ৬ মাসেই ভেঙে গেল মারে-জোকোভিচের জুটি সম্পদের তথ্য গোপন মামলায় ডা. জোবাইদা রহমানের হাইকোর্টে জামিন বন্দরের ব্যবস্থাপনা পৃথিবীর সেরাদের হাতে দিতে প্রধান উপদেষ্টার নির্দেশ সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের ২ দিনের রিমান্ড মঞ্জুর আওয়ামী যড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেয়া যাবে না – আমিনুল হক সরকারপ্রধান হিসেবে প্রথমবার নিজ এলাকায় যাচ্ছেন ড. ইউনূস ১৭ মে মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আ.লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

মানবিক করিডোরের নামে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা দেশের জন্য হুমকি স্বরুপ – আমিনুল হক

  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২ বার পঠিত

হাফসা (উত্তরা): একটি অনির্বাচিত সরকার মানবিক করিডরের নামে সিদ্ধান্ত নিচ্ছে—যার পেছনে জনগণের বা কোনো রাজনৈতিক দলের কোনো মতামত নেই” বলে অভিযোগ করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

আজ বুধবার বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর দুইটি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

এসময় আমিনুল হক অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, এই ধরনের সিদ্ধান্ত সাধারণত নির্বাচিত সরকারই নিয়ে থাকে, কিন্তু আপনারা এদেশের নির্বাচিত সরকার না। আপনাদেরকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশের একটি প্রেক্ষাপটে এদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপিসহ সকলেই
আপনাদেরকে সমর্থন দিয়েছে।

এসময় অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনাদের কাছে সকলেই আশা করে আপনারা নিরপেক্ষ ভাবে এদেশের জনগণের মতামত নিয়ে সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে আপনারা সিদ্ধান্ত নিবেন।
তবে মানবিক করিডোরের নামে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যেটা আমাদের দেশের জন্য হুমকি স্বরুপ হয়ে দাঁড়ায়।

একটি মহলকে উদ্দেশ্য করে তিনি বলেন,
আপনাদের ভিতরে ক্ষমতার মোহ ঢুকে গেছে। ক্ষমতার মোহে আপনারা সরকারে ও আছেন আবার নতুন দল ও করেছেন। দুই দিকেই আপনারা সুবিধা নিচ্ছেন।

একটি নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র যে সঠিকভাবে পরিচালনা হয় না তার প্রমাণ আমরা গত ৯ মাসে দেখেছি উল্লেখ করে আমিনুল হক বলেন, বর্তমানে দেশে আইনশৃঙ্খলার দিনদিন অবনতি ঘটছে, অর্থনীতির অবস্থা ভালো না। সে কারণে জনগণের সমর্থন ছাড়া কোন রাষ্ট্র পরিচালনা করতে পারে না। আমরা সংস্কার চাই, সংস্কারের বিপক্ষে নই। কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে নির্বাচন কে পিছানোর অপচেষ্টা চলছে। এটা এদেশের মানুষ কখনোই মেনে নিবে না।

বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, এদেশের মানুষ গত ১৭ বছর যে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সেই সংগ্রামের মূল উদ্দেশ্য- বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিনত করা। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ভোট দিতে পারে নাই। অবৈধ স্বৈরাচার সরকার তারা তখন নিজের মত করে ক্ষমতায় বসেছিল।

আমিনুল হক অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে আরও বলেন, আমরা দৃঢ় ভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করেন। দেশের জনগণ কি চায়? জনগণের মতামত নেন। বাংলাদেশের সকল রাজনৈতিক দল কি চায়? তাদের মতামত নিয়ে আপনারা দ্রুত সময়ের ভিতরে আগামী ডিসেম্বরের ভিতরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, মোঃ আকতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, মোঃ আশরাফুজ্জাহান জাহান, নূরুল হক ভূইয়া নূরু, শামীম পারভেজ, হাফিজুল হাসান শুভ্র, হাজী নাসির উদ্দীন প্রমুখ।

শাহআলী থানা বনাম গুলশান থানার মধ্যকার খেলা ড্র এবং উত্তরা পশ্চিম থানা বনাম বানানী থানার মধ্যকার খেলায় বনানী ২-১ গোলে জয়ী হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com