নিজস্ব প্রতিবেদক ঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফেঞ্চুগঞ্জে গণসমাবেশের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সভায় তার উপস্থিতিতে বিএনপির নেতা, কর্মী ও সমর্থকদের বাধভাঙ্গা উপস্থিতিতে সভাস্থল জনসমুদ্রে রূপ নেয়।
এসময় এম এ মালিক বলেন, আগামী মাসেই তারেক রহমান দেশে ফিরবেন। নির্বাচন করে দলকে নেতৃত্ব দিবেন। জনগণের ভোটেই বিএনপি সরকার গঠন করবে।
রোববার (২৬অক্টোবর) সন্ধ্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন এম এ মালিক।
এম এ মালিক বলেন, একটা গোষ্ঠী দেশে নির্বাচন চায় না। যেটা হাসিনা চায়নি ভারতও চায়নি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ড. ইউনুসের নেতৃত্বে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে।
তিনি বলেন, ভারতের কুচক্র মহলের সাহায্য নিয়ে আওয়ামী লীগ যাদের হত্যা করেছে আমরা ক্ষমতায় গেলে তাদের বিচার করবো। সবাই নির্বাচনে ভোট দিবে, কোন ষড়যন্ত্র এই ভোটকে ঠেকাতে পারবে না।
তিনি আরও বলেন, ভারতীয়রা বাংলাদেশের বিরুদ্ধে একটিভ। দিল্লিতে বসে শেখ হাসিনা ও তার দোষররা এদেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী, দিনারসহ আমাদের ১৫শ জাতীয় পর্যায়ের নেতাকর্মী গুম রয়েছেন।
এমএ মালিক বলেন, আওয়ামী লীগ বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার করেছে। বিএনপি ক্ষমতায় গেলে এদেশের হাজার হাজার কোমলমতি শিক্ষার্থী, বিডিআর, ফেলানী হত্যার বিচার করবে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন রিপন, সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, তেতলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, ১ নং মোল্লারগাও ইউনিয়নের সভাপতি বখতিয়ার আহমেদ ইমরান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সদস্য শাহাআলম, তেতলি ইউনিয়ন বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খুসরাজ্জামান, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন প্রমূখ।