রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আমরা যেন কোনোভাবে আইনের বাইরে না যাই: সালাহউদ্দিন আহমেদ ৩১ দফা বাস্তবায়নের এম এ মালিকের গনসমাবেশে জনস্রোত বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ আটক- ৪ প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনী প্রধানের সাক্ষাৎ নতুন আইনে বন্য প্রাণী হত্যায় জামিনের ব্যবস্থা থাকছে না: পরিবেশ উপদেষ্টা গুমের মামলায় ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতে যৌন হয়রানির শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার, যুবক গ্রেপ্তার জর্জিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন সেচ্ছাসেবক দল

৩১ দফা বাস্তবায়নের এম এ মালিকের গনসমাবেশে জনস্রোত

  • আপডেট টাইম : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক ঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফেঞ্চুগঞ্জে গণসমাবেশের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সভায় তার উপস্থিতিতে বিএনপির নেতা, কর্মী ও সমর্থকদের বাধভাঙ্গা উপস্থিতিতে সভাস্থল জনসমুদ্রে রূপ নেয়।

এসময় এম এ মালিক বলেন, আগামী মাসেই তারেক রহমান দেশে ফিরবেন। নির্বাচন করে দলকে নেতৃত্ব দিবেন। জনগণের ভোটেই বিএনপি সরকার গঠন করবে।

রোববার (২৬অক্টোবর) সন্ধ্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন এম এ মালিক।

এম এ মালিক বলেন, একটা গোষ্ঠী দেশে নির্বাচন চায় না। যেটা হাসিনা চায়নি ভারতও চায়নি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ড. ইউনুসের নেতৃত্বে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে।

তিনি বলেন, ভারতের কুচক্র মহলের সাহায্য নিয়ে আওয়ামী লীগ যাদের হত্যা করেছে আমরা ক্ষমতায় গেলে তাদের বিচার করবো। সবাই নির্বাচনে ভোট দিবে, কোন ষড়যন্ত্র এই ভোটকে ঠেকাতে পারবে না।

তিনি আরও বলেন, ভারতীয়রা বাংলাদেশের বিরুদ্ধে একটিভ। দিল্লিতে বসে শেখ হাসিনা ও তার দোষররা এদেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী, দিনারসহ আমাদের ১৫শ জাতীয় পর্যায়ের নেতাকর্মী গুম রয়েছেন।

এমএ মালিক বলেন, আওয়ামী লীগ বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার করেছে। বিএনপি ক্ষমতায় গেলে এদেশের হাজার হাজার কোমলমতি শিক্ষার্থী, বিডিআর, ফেলানী হত্যার বিচার করবে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন রিপন, সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, তেতলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, ১ নং মোল্লারগাও ইউনিয়নের সভাপতি বখতিয়ার আহমেদ ইমরান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সদস্য শাহাআলম, তেতলি ইউনিয়ন বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খুসরাজ্জামান, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com