মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নির্বাচনে বিএনপি-এনসিপি জোট হবে কিনা, বলার সময় আসেনি: সালাহউদ্দিন যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে কোনো অনিয়ম হয়নি : খাদ্য মন্ত্রণালয় শিনজো আবে হত্যায় অভিযুক্তের দোষ স্বীকার হিজড়া জনগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের ঢাকায় জাকির নায়েকের সফর প্রসঙ্গে অবগত নয় পররাষ্ট্র মন্ত্রণালয় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টাকে হস্তান্তর নির্বাচনের আগে অবৈধ অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মানবিক বাংলাদেশ গড়তে চাই: আমিনুল হক জাপানে দক্ষ চালক নিয়োগে বাংলাদেশে ড্রাইভিং স্কুল স্থাপনের ঘোষণা ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ

শিনজো আবে হত্যায় অভিযুক্তের দোষ স্বীকার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যায় অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামি বিচারের প্রথম দিনেই দোষ স্বীকার করেছেন।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ৪৫ বছর বয়সী ইয়ামাগামি রাজধানী টোকিওর আদালতে বলেছেন, ‘সবই সত্য।

২০২২ সালে জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে একটি রাজনৈতিক প্রচার সভায় বক্তৃতার সময় ইয়ামাগামি বাড়িতে তৈরি বন্দুক দিয়ে আবেকে গুলি করেন। আঘাতপ্রাপ্ত শিনজো আবে হাসপাতালে মারা যান।

আবের এই হত্যাকাণ্ড বিশ্বব্যাপী আলোড়ন তোলে। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং ইউনিফিকেশন চার্চ (যা মুনিজ নামেও পরিচিত) এর মধ্যেকার সম্পর্কও আলোচনায় আসে।

তদন্তকারীদের কাছে ইয়ামাগামি অভিযোগ করেছিলেন যে, তার মা এই চার্চে বিপুল পরিমাণ অর্থ দান করেন। ফলে তার পরিবার দেউলিয়া হয়ে যায়। তিনি বিশ্বাস করতেন যে আবে এই চার্চের প্রচারে সহায়তা করেছিলেন। যে কারণে তিনি আবেকে লক্ষ্য করেছিলেন। অভিযোগ রয়েছে, তার মা প্রায় ১০০ মিলিয়ন ইয়েন (প্রায় ৬ লক্ষ ৬০ হাজার ডলার) চার্চে দান করেছিলেন।

এই অভিযোগের প্রেক্ষিতে চার্চটির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ফলে চারজন মন্ত্রীর পদত্যাগের ঘটনা ঘটে। এরপর চলতি বছরের মার্চ মাসে টোকিও আদালত চার্চটিকে ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। চার্চটি কর ছাড়ের সুবিধাও হারায়। তাদের সম্পত্তিও বিক্রি করে দিতে হবে।

তবে, জানা গেছে যে মামলার অন্যতম সাক্ষী হতে চলা ইয়ামাগামির মা তার বিশ্বাস থেকে সরে আসেননি। তিনি জাপানি গণমাধ্যমকে বলেছেন যে এই হত্যাকাণ্ড তার বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে। ইয়ামাগামির বিচার প্রক্রিয়া আগামী জানুয়ারি মাস পর্যন্ত চলতে পারে। তবে, তিনি অস্ত্র নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবী আদালতে জানিয়েছেন যে বাড়িতে তৈরি এই অস্ত্রটি সঠিক আইনি শ্রেণিতে পড়ে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com