বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ঢাকা -১৮ আসনে কিশোরগ্যাং -চাঁদাবাজদের ঠাই হবে না ;এস এম জাহাঙ্গীর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩ বার পঠিত

হাফসা আক্তার :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম- আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন উত্তরখান হযরত শাহ কবির (রহঃ) মাজার জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছে। এ সময় তিনি বলেন, সন্ত্রাস চাঁদাবাজ কিশোর গ্যাং এর ঠাই এই এলাকায় হবে না। যারা ভালো মানুষ তাদের সেবায় আমরা নিয়োজিত থাকবো। আমি গত ৩৮ বছর যাবত রাজনীতির সাথে যুক্ত থেকে জনসেবায় নিয়োজিত ছিলাম এখনো আছি।

করোনাকালে যখন কারো বাবা মারা গেলে সন্তান লাশ দেখতে যেতো না তখন দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে খোজ খবর নিয়েছি এবং সাধ্য অনুযায়ী সহায়তা করেছি।
তিনি বলেন, আমরা জনদূর্ভোগ সৃষ্টি করে সড়কে শোডাউন বা মিছিল করবো না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন মানবিক দেশ গড়বেন। মানবিক দেশ গড়তে হলে জনদূর্ভোগ সৃষ্টি করা যাবে না।

এস এম জাহাঙ্গীর বলেন, আল্লাহর অশেষ রহমতে এবং আপনার ভোটে আমরা সরকার গঠন করতে পারি তাহলে দলের চেয়ারম্যান তারেক রহমানের প্ল্যান অনুযায়ী ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড এবং হেল্থ কার্ড দেয়া হবে।
নির্বাচনের পর ১৮ মাসে সারাদেশ থেকে দেড় কোটি মানুষকে চাকুরীর দেয়া হবে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরখান এলাকায় শাহ কবির (রঃ) মাজার প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।

উত্তখান থানা বিএনপি সভাপতি সুলতান মাহমুদ বকুলের সভাপতিত্বে আনুষ্ঠানিক প্রচারণা ও গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, মহানগর উত্তর বিএনপির যুগ্ম- আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম- আহ্বায়ক আফাজ উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি আলহাজ মোঃ জামির হোসেন, সেচ্ছাসেবক দল মহানগর উত্তরের সহ সভাপতি মোস্তফা কামাল হৃদয়, দক্ষিনখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার, উত্তরা পূর্ব থানা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেসবাহ উদ্দিন খোকন, আওলাদ হোসেন, মোঃ আলাউদ্দিন, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মোঃ আমান উদ্দিন, আলমাছ আলী, চান মিয়া বেপারী প্রমূখ।খিলক্ষেত বিমানবন্দর ভাটারা থানা সহ বিএনপি ও অংগসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উত্তরখান থানা এলাকা, ডিএনসিসির ৪৫ নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করার সময় বায়োবৃদ্ধ নারী পুরুষ, তরুণ তরুণীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, ধানের শিষের প্রার্থী এসএম জাহাঙ্গীরকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করব ইনশাল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com