অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: জাতিসংঘ দেশের তিন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫০ লাখ ডলার বরাদ্দ দিয়েছে । বন্যার্তদের জন্য সরকারের নেয়া জরুরি কর্মসূচির সম্পূরক হিসেবে এ বরাদ্দ দেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতিসংঘের ঢাকার কার্যালয়।
এতে বলা হয়, সংস্থাটির সেন্ট্রাল ইমারজেন্সি রেসপন্স ফান্ডের (সিইআরএফ) তহবিল থেকে জামালপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার ৪৩ হাজার পরিবারকে সহায়তা করা হবে।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো বলেন, প্রকৃতিক দুর্যোগের সময় সাধারণত নারী ও মেয়ে শিশুরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হন। তাই সিইআরএফের এ প্রকল্প বন্যায় বিধ্বস্ত নারী ও শিশুদের জীবনযাত্রা পুনর্গঠনের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে জোরদার ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।