মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অপসারণের নির্দেশ ট্রাম্পের যারা নির্বাচন বয়কট করবে, নিজেরাই মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন আহমদ খাল দখলকারী ও ভূমিদস্যুদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা সারাদেশে বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নাগরিক আটক ভিনিসিউসকে একাদশে না রাখার ব্যাখ্যা দিলেন কোচ লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা, সর্বোচ্চ ৫ লাখ টাকা এবার চীন-ভারত সীমান্তে পানিযুদ্ধের আশঙ্কা বাড়ছে ফেব্রুয়ারিতে নির্বাচনে ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছে : মঈন খান হত্যাচেষ্টার নতুন মামলায় পলক ও রাষ্ট্রদ্রোহে জাহাঙ্গীর গ্রেপ্তার

৯৩ লেখকের বইয়ের মোড়ক উন্মোচন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৩৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে জাঁকজমক অনুষ্ঠানে একসঙ্গে ৯৩ লেখকের বিভিন্ন বিষয়ে লেখা ৯৩টি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো। সোমবার অফিসার্স ক্লাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বইয়ের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে প্রতি লেখকের হাতে একটি করে ক্রেস্ট ও সম্মাননা স্মরক তুলে দেন প্রতিমন্ত্রী। অফিসার্স ক্লাবের ভাইস চেয়ারম্যান মো. আনসার আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম হোসেন খান ও ক্লাবে লাইব্রেরি উপ-কমিটির সদস্য সচিব প্রফেসর ড. ফেরদৌসি খান।

অনুষ্ঠানে জানানো হয়, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, প্রবন্ধ, স্মৃতিকথা, কবিতা, ছোট গল্প, উপন্যাস, ইতিহাস, ভ্রমণ কাহিনি, জীবনী, আইন, উন্নয়ন, সাধারণ জ্ঞান, শিশুতোষ ও স্বাস্থ্য বিষয়ক মোট ৯৩টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আমার মনে হয় এটি বাংলাদেশে সবচেয়ে বড় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। দেশের প্রধান বিচারপতি থেকে সচিব সবাই বই লিখেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সব বিষয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হলো।

তিনি আরও বলেন, এতসব গুণী লেখকের ৯৩টি বইয়ের ওপর আলোচনা একদিনে করা সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com