হাফসা :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে হাতপাখার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আলহাজ্ব আনোয়ার হোসেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তরা পশ্চিম থানার সাবেক সভাপতি, বর্তমানে ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
একইসঙ্গে তিনি উত্তরাস্থ বি এন এস সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি, গ্রীণ লাইফ প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সুপরিচিত একজন ব্যবসায়ী নেতা।
আজ রবিবার (২৪ আগস্ট ২০২৫) বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আলহাজ্ব আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে এলাকার রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। জনগণের দোয়া ও সমর্থন নিয়ে তিনি ঢাকা-১৮ আসনে হাতপাখার প্রার্থী হিসেবে জয়ী হয়ে জনসেবায় আরও নিবেদিত হতে চান।