রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

রাশিয়ার তেল: ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়শঙ্কর

  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া থেকে তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার দেশের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, ভারতের পররাষ্ট্রনীতি তার জাতীয় স্বার্থে পরিচালিত হবে।

শনিবার (২৩ আগস্ট) ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি সম্পর্ককে সমর্থন করে জয়শঙ্কর বলেন, নয়াদিল্লির তেল ক্রয় জাতীয় এবং বিশ্বব্যাপী উভয় স্বার্থেই।

তিনি জোর দিয়ে বলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তার পরও ভারত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে।

ভারতের রাশিয়ান তেল কেনার সমালোচনার জবাবে তিনি বলেন, যদি আপনার ভারত থেকে তেল বা পরিশোধিত পণ্য কিনতে সমস্যা হয়, তাহলে তা কিনবেন না। কেউ আপনাকে তা কিনতে বাধ্য করে না।

তিনি উল্লেখ করেন, ২০২২ সালে তেলের দাম বৃদ্ধির কারণে আন্তর্জাতিক পর্যায়ে গভীর উদ্বেগ ছিল। সেই সময় বলা হয়েছিল- ভারত যদি রাশিয়ার তেল কিনতে চায়, তাহলে তাদের কিনতে দিন, কারণ এতে দাম স্থিতিশীল হবে।

জয়শঙ্কর বলেন, ভারতের তেল কেনার উদ্দেশ্য ছিল বাজারকে শান্ত করা। আমরা তেলের দাম স্থিতিশীল করার জন্য তেল কিনছি। হ্যাঁ, এটি আমাদের জাতীয় স্বার্থে, তবে এটি বিশ্ব স্বার্থেও।
সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com