নিজস্ব প্রতিবেদক: বৈঠক ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আজ (শুক্রবার) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরান বলেন, চলমান পরিস্থিতি বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন, তার চিকিৎসা, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন, ভারতের এনআরসিসহ সার্বিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।