বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিজয়ের হার না মানা সেঞ্চুরিতে ঢাকার বিপক্ষে খুলনার জয় শিক্ষায় এবার সবচেয়ে বেশি বরাদ্দের চিন্তা সরকারের: অধ্যাপক আমিনুল ট্রাইব্যুনালে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনের হাজিরা ১৮ ফেব্রুয়ারি সিরিয়ায় গণকবরে প্রায় এক লাখ মরদেহের সন্ধান সচিবালয় ক্লিনিকে স্বাস্থ্যসেবা পাবেন অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকরা পাঁচ কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটিঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লাকসামে বিজয় দিবস উপলক্ষে র‍্যালী উত্তরা প্রেসক্লাব’র পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সিএমএইচ থেকে গুলশানের বাসায় ফিরেছেন মির্জা ফখরুল বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ

কালশীতে বস্তিতেও ভোট প্রার্থনা!

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ২১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : শীতের রাতে ভয়াবহ আগুনে মাথাগোঁজার ঠাঁই হারিয়েছেন কালশী বাউনিয়া বাঁধ এলাকার পাঁচ শতাধিক মানুষ। কনকনে শীতে দিশেহারা বস্তিবাসী। সরকারের বিভিন্ন সংস্থা থেকে ত্রাণ ও আর্থিক অনুদান দেয়ার ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরলেও তাদের অপেক্ষা নতুন ঘর উঠানো পর্যন্ত।

এর মধ্যে গতকাল শুক্রবার বিকেলে বস্তিবাসীদের দেখতে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও আসন্ন নির্বাচনে প্রার্থী আতিকুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দীন মোল্লা। সেখানে সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও মেয়র।

বক্তব্যে সংসদ সদস্য আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে আতিকুল ইসলামকে দলের প্রার্থী উল্লেখ করে তার জন্য ভোট প্রার্থনা করেন। এছাড়া আতিকুল ইসলামও তার বক্তব্যে দুই বার নির্বাচনের মনোনয়ের প্রসঙ্গ টেনে আনেন।

ইলিয়াস উদ্দীন মোল্লা বলেন, ‘আতিক ভাই আমাদের প্রার্থী। তাকে নৌকা প্রতীকে ভোট দেবেন এবং দোয়া করবেন।’ এ সময় বস্তিবাসীর পাশে থাকার আশ্বাস দেন ইলিয়াস উদ্দীন মোল্লা।

আতিকুল ইসলাম বলেন, ‘আমি নমিনেশন জমা দিতে গিয়েছিলাম। ওখান থেকে বলেছি, আমি এখানে আসব।’

তিনি বলেন, ‘বিপদের সময় যেন মানুষ মানুষের পাশে দাঁড়ায় এটি হোক আমাদের আদর্শ। আমরা সুখের সময় না থাকলেও বিপদের সময় যেন থাকি। কোন পরিবারকে কী দেয়া দরকার তার তালিকা করতে বলেছি। আমরা আপাতত প্রত্যেক পরিবাকে এখন পাঁচ হাজার টাকা করে দিয়ে দেব। আর আগেই বলে দিয়েছি প্রত্যেক পরিবারকে দুইটি করে কম্বল দিয়ে দেয়ার জন্য। রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল ও আর্থিক অনুদান দেয়া হবে।

এ সময় যার যা আছে তা নিয়ে বস্তির মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মেয়র।

প্রসঙ্গত, মিরপুরের কালশী বাউনিয়া বাঁধ বস্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় একটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com