শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গুলশানের বিলাস আর্ট লাউঞ্জ বারে অভিযান; বিদেশি মদসহ আটক-৯ কোন ব্যক্তি বা গোষ্ঠী দলের বিরুদ্ধে অবস্থান নিলে জনগণ বিষদাঁত ভেঙে দিবে: এম এ মালিক বিএনপি নেতাদের দ্রুত আরোগ্য কামনায় মোহাম্মদপুরে শ্রমিক দলের দোয়া মাহফিল ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে আর লড়বেন না ব্যারিস্টার সরোয়ার পলাতক ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না: আসিফ নজরুল কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে: মির্জা ফখরুল তারেক রহমানের পক্ষ থেকে দাবাড়ু মনন রেজা নীরকে আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা আমিনুল হক টানা দুই ম্যাচে ডাক পেলেন কোহলি সৌদি আরবের চতুর্থ গ্র্যান্ড মুফতি হলেন আল ফাওজান এনসিপি ও জামায়াতকে আশ্বাস: নির্বাচনের আগে প্রশাসনের রদবদল তদারকি করবেন প্রধান উপদেষ্টা

রক মিউজিকের গুরু আজম খানকে নিয়ে মাকসুদের বই

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ২৪৭ বার পঠিত

বিনোদন ডেস্ক : বাংলাদেশের রক মিউজিকের গুরু আজম খানের পথচলা কখনো মসৃণ ছিল না। নানা উত্থান-পতনের ভেতর দিয়ে তিনি হয়ে উঠেন কিংবদন্তি। বাংলাদেশের রক মিউজিকের এই স্রষ্টাকে নিয়ে বই লিখেছেন বাংলা রকের আরেক কিংবদন্তি মাকসুদুল হক।

২০১১ সালের ৫ জুন না ফেরার দেশে চলে যান আজম খান। প্রিয় মানুষের চলে যাওয়া ভীষণভাবে আঘাত হানে মাকসুদুল হকের মনে। তারপর একটি ইংরেজি দৈনিকে আজম খানকে নিয়ে লিখেন তিনি। সেই লেখাগুলো নিয়ে প্রকাশিত হচ্ছে ‘হিস্ট্রি অব বাংলাদেশ রক: দ্য লিগেসি অব আজম খান’ (History of Bangladesh Rock: The Leagacy of Azam Khan) শিরোনামে বই। ‘বাংলাদেশের রকগাথা: আজম খানের উত্তরাধিকার’ নামে বইটি বাংলায় অনুবাদ করেছেন কবি ও অনুবাদক তানভীর হোসেন।

মাকসুদুল হক বলেন, ‘আজম খানের মৃত্যু আমাকে প্রচন্ড শোকাহত, বিষণ্ণ ও পক্ষাঘাতগ্রস্ত করে দিয়েছিল। তার ক্ষয়িষ্ণু স্বাস্থ্য, ক্যানসারের তীব্রতা ও শেষ দিনগুলোতে বাঁচার তাগিদে তার সংগ্রাম নিয়ে ধারাবাহিক মিডিয়া প্রতিবেদনগুলো আমি সহজে নিতে পারছিলাম না। তবু আমাদের এক মৃতপ্রায় আজম খান ছিলেন, যিনি ছিলেন দৃঢ়চেতা, অত্যন্ত সাহসী এবং বাংলাদেশের এমন সম্পদ যার কোনো তুলনা হতে পারে না। তার জীবন তো এত সহজে অগ্রন্থিত থেকে যেতে পারে না, অন্তত আমার মত কেউ যতদিন বেঁচে আছে ততদিন তো নয়-ই। আমি যতদিন বেঁচে থাকব তার সাথে আমার স্মৃতিগুলো কখনোই ভোলা সম্ভব নয়। ফলে তার মৃত্যুর পর আমি তার সম্পর্কে আমার চিন্তাভাবনাগুলো লিপিবদ্ধ করতে উদগ্রীব হয়ে উঠি।’

তিনি আরো বলেন, ‘‘রক’ বাংলাদেশের একটি বিপ্লবী সংগীত ধারা। এই বই তাদের জন্যে যারা, এ ধারাকে ‘বিপ্লব’ হিসেবে বিবেচনা করেন, চিন্তা-চেতনা, বাক ও কর্মের স্বাধীনতায় বিশ্বাস করেন এবং গুরুত্বপূর্ণভাবে আমরা যে যা হতে চাই তার স্বাধীনতায় বিশ্বাস রাখেন, সেই ‘স্বাধীনতা’ যার জন্যে আজম খান তার জীবন উৎসর্গ করেছিলেন।’’

বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। এটি ইমতিয়াজ আলম বেগের ফটোগ্রাফ নিয়ে করা হয়েছে। মূল লেখা ও অনুবাদ দুটিকেই একসঙ্গে করে বইটি প্রকাশ করছে বুকিশ। অমর একুশে গ্রন্থমেলায় প্রথম সপ্তাহ থেকে চন্দ্রবিন্দু প্রকাশন (বুকিশ পাবলিকেশন্সের পরিবেশক)–এর স্টলে পাওয়া যাবে বইটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com