জ্যেষ্ঠ প্রতিবেদক: বিনম্র শ্রদ্ধা এবং যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এসময় তার সঙ্গে ছিলেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
গতকাল বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণের সময় স্পিকারের সঙ্গে আরও ছিলেন প্রধান হুইপ নুরে আলম চৌধুরী লিটন।
অন্যদিকে বিরোধীদলীয় নেতার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাসহ কেন্দ্রীয় নেতারা।