নারায়ণগঞ্জে ৮টি পোশাক কারখানার শ্রমিকরা লকডাউনের মধ্যেও বিক্ষোভ করেছে। এ সময় একটি কারখানার শতাধিক শ্রমিক ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এতে রাস্তায় চলাচল করা ট্রাক-কাভার্ড ভ্যান থমকে গিয়ে দীর্ঘ জটের সৃষ্টি হয়। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন স্থানে তারা এ বিক্ষোভ করে।
শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় সংগঠক ও জেলার সংগঠক জাহাঙ্গীর আলম গোলক জানান, মার্চ ও এপ্রিলের বকেয়া বেতনের দাবিতে ফতুল্লার বিসিক এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা নিজ নিজ কারখানার সামনে ও ভিতরে অবস্থান করে বিক্ষোভ করেছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মহাপরিচালক নারায়ণগঞ্জ কার্যালয়ের শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) মো. মেহেদী বলেন, মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হয়েছে। এখন কারখানায় কাজ নেই তাই বন্ধ। কাজ শুরু হলে আবারও তারা কাজে যোগদান করবেন। দুপুর ২টায় এ বিষয়ে আশ্বস্ত করা হলে তারা আন্দোলন স্থগিত করে বাসায় ফিরে যায়।’