হাফসা আক্তার :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উত্তরখান থানার ৪৪ নং ওয়ার্ডের আওতাধীন কাঁচকুড়া বাজার থেকে পলাশিয়া পর্যন্ত রাস্তার পুনঃনির্মাণের দাবিতে গতকাল এলাকাবাসী মানববন্ধন করেছে।
সরেজমিনে দেখা যায়,
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরখান থানার ৪৪ নং ওয়ার্ডের আওতাধীন কাঁচকুড়া বাজার থেকে পলাশিয়া পর্যন্ত দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থায় রয়েছে। রাস্তাটির দ্রুত পুনঃনির্মাণের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। গতকাল বাদ আসর অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন অর্গানাইজেশন, মানব কল্যাণ ফাউন্ডেশন,কাঁচকুড়া কেন্দ্রীয় ক্রীড়া সংঘসহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গন্য-মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় বলেন,
আমরা কাঁচকুড়া এলাকার বাসিন্দারা বরাবরই উপেক্ষিত। এখানে ফায়ার সার্ভিস নেই, সু-পেয় পানির ব্যবস্থা নেই, সরকারি মেডিকেল নেই। সরকারি কলেজ বিশ্ব-বিদ্যালয় নেই । তারা কাচঁকুড়া বাজার থেকে পলাশি সড়কের দ্রুত সংস্থার ও মেরামত দাবি করেন।