মাদারীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কুলপদ্বী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জাকির হোসেন মোল্লা (৪৪) মাদারীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কুলপদ্বী এলাকার আব্দুল লতিফ মোল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে ব্যক্তিগত কাজ শেষে রিকশায় শহর থেকে নিজ বাড়ি কুলপদ্বী যাচ্ছিলেন জাকির হোসেন। বাড়ির কাছাকাছি এলে দুটি মোটরসাইকেলে আসা ৩ থেকে ৫ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে। পরে রিকশা থেকে জাকিরকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। অচেতন অবস্থায় জাকির রাস্তায় পড়ে থাকলে মৃত মনে করে ঘটনাস্থল থেকে সটকে পড়ে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই জাকিরকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে।
মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ হোসেন খান বলেন, জাকিরের অবস্থা খারাপ হওয়ায় দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। জাকিরের সঙ্গে কারোই বিরোধ নেই। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, আহত জাকির হোসেনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলার ঘটনায় একজনকে চিহ্নিত করা হয়েছে। হামলার সময় প্রত্যেকে হেলমেট পরা ছিল। বাকি আসামিদের শনাক্ত করার কাজ চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।