বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন উচ্চতায় কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক নিউ ইয়র্কে ড. ইউনূস-জো বাইডেনের ‘বিরল’ বৈঠক আজ কানাডাকে প্রযুক্তি স্থানান্তরের আহ্বান জানালেন শিল্প উপদেষ্টা নিজস্ব প্রতিবেদকঃ মোটরসাইকেল শোভাযাত্রা করায় বিএনপি নেতা খোকনকে শোকজ বানসালীর ওপর যে কারণে ক্ষেপেছিলেন কারিনা লেবাননে ইসরায়েলি বিমানহামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯২ জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ায় ড. ইউনূসকে শুভকামনা গোয়েন লুইসের মার্কিন ডেপুটি সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

সারাদেশে চার জেলায় দুদকের অভিযান

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
  • ২৮১ বার পঠিত

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: সারাদেশে চার জেলায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদের মধ্যে রাজধানীর বনশ্রীতে রাজউকের নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় শীতল প্রপার্টিজ লিমিটেড নামে একটি ডেভেলপার কোম্পানিতে অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আফরোজা হক খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক।

এর আগে নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে দুই দফা নোটিশ দেয়া হয় শীতল প্রপার্টিজকে। কিন্তু চূড়ান্ত নোটিশ অমান্য করলে নির্মিত অংশ উচ্ছেদের সুপারিশ প্রদান করে দুদক টিম।

এদিকে বগুড়ার নন্দীগ্রামে সাব রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুদক সমন্বিত জেলা কার্যালয়। অভিযানে অভিযোগের সত্যতা সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হয় দুদক টিম।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৪০ দিনের কর্মসূচির টাকা বিতরণে অনিয়ম প্রতিহত করেছে দুদক। অভিযোগ আসে, সোনালী ব্যাংক ফুলবাড়িয়া শাখা ব্যবস্থাপক ও ৩ নম্বর ইউনিয়নের চেয়ারম্যানের যোগসাজশে শ্রমিকদের স্বাক্ষর ও টিপসই জাল করে টাকা উত্তোলনের অপচেষ্টা চলছে।

তাৎক্ষণিকভাবে দুদকের এনফর্সমেন্ট ইউনিট থেকে ওই শাখার ব্যবস্থাপককে ফোন করে শ্রমিকদের অর্থ যথানিয়মে যাচাই-বাছাই করে বিতরণের নির্দেশনা প্রদান করা হয়। দুদকের সুপারিশ আমলে নিয়ে অর্থ প্রদানে অধিকতর ও সচেতন হবেন বলে শাখা ব্যবস্থাপক দুদককে অবহিত করেন।

এদিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কাকু খোলাপূর্বপাড়া গ্রামের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমিতে অবৈধভাবে গৃহনির্মাণ করে জনসাধারণের চলাচলের পথ বন্ধ করার অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করে দুদক এনফর্সমেন্ট ইউনিট।

দুদক টিমের পত্রপ্রাপ্তির পরিপেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক সহকারী কমিশনার ভূমি বিষয়টি সরেজমিন তদন্ত করেন এবং অবৈধভাবে নির্মিত গৃহ উচ্ছেদে মোকদ্দমা দায়ের করে উচ্ছেদ অভিযান কার্যক্রম শুরু করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com