হাফসা উত্তরা : রাজউক উত্তরা জোনাল অফিসকে মতিঝিল প্রধান কার্যালয়ে একিভূত করার আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজী দীর্ঘ শুনানি করে আজ রোববার দুপুরে ৬ মাসের জন্য এই স্থগিতাদেশ দিয়েছেন।
গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার উত্তরার সর্বস্তরের জনসাধারণের পক্ষে মো: মনির হোসেন বাদী হয়ে রাজউকের হটকারী আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিলেন।
হাইকোর্টের ৬ মাসের জন্য স্থগিতাদেশে বলা হয় উত্তরা সহ আশেপাশের এলাকার জনসাধারণের সেবা দেয়া জোনাল অফিস কেন এবং কি কি কারনে মতিঝিল প্রধান কার্যালয়ের সাথে একিভূত করার আদেশ দেয়া হলো রাজউকের উর্ধ্বতন কর্মকতাদের জবাব দিতে বলা হয়েছে।
মামলার বাদী মো: মনির হোসেন বলেন প্রায় ২০ প্লট ফ্ল্যাট মালিক এই জোনাল অফিস থেকে সেবা গ্রহণ করেন। হঠাৎ করে রাজউক এক আদেশ জারি করে মতিঝিল প্রধান কার্যালয়ের সঙ্গে একিভূত করার সিদ্ধান্ত নেন।
তুরাগের বাসিন্দা চান মিয়া বেপারী বলেন রাজউকের উত্তরা জোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে উত্তরা তুরাগ টঙ্গী ও নিকুঞ্জ এলাকার হাজার হাজর বাসিন্দা গত মাসে ২ দফায় মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি পালন করলেও রাজউকের কর্মকতারা কর্ণপাত করেনি।