হাফসা উত্তরা : সারা দেশে স্কুল কলেজের শিক্ষার্থীসহ নিরীহ নারীদের ধর্ষণ ও তাদের উপর নির্যাতনের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে। আজ দূপুর ২.৪৫ মিনিটের সময় উত্তরা বিএনএস সেন্টার এলাকায় তারা শান্তি পূর্ণ বিক্ষোভ সমাবেশ করেন।
এ সময় তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন বিএনএস সেন্টার এলাকা। তারা বলেন, ২৪ এর বাংলায়,ধর্ষকের ঠায় নাই
ধর্ষকের বিরুদ্ধে,আওয়াজ তুলোন একসাথে
একশান টু একশান
সারা বাংলায় খবর দে,ধর্ষকের কবর দে।
ফাঁসি চায় ফাঁসি চায়,ধর্ষকের ফাঁসি চায়।
we want justice,we want justice
আর কত প্রহসন,বন্ধ হোক ধর্ষণ।
জালোরে জালো,আগুন জালো
ধর্ষকের বিরুদ্ধে,আগুন জালো একসাথে।
দিয়েছি তো রক্ত,আরো দেব রক্ত।
নতুন সোনার বাংলায়,ধর্ষকের ঠায় নাই।
সম্প্রতি উত্তরখান বিএইচখান স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ শেষে হত্যা সহ সারা দেশে ধর্ষণের মাত্রা বেড়ে যাওয়ায় এসব ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক টুইটারে অনেকে অনেক ভাবে প্রতিবাদ জানিয়ে লেখা লেখি করছেন।
একজন লিখেছেন, যে ভাষায় চিৎকার করলে একজন ধর্ষিতা নারীর আর্তনাদ বাসভর্তি লোকের কানে পৌঁছায়,সে ভাষায় আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আবার অনেকে বলছেন ধর্ষণের এমন উদ্বুদ্ধ পরিস্থিতিতে তাদেরকে শাস্তি দিতে আমাদের হারকিউলিসকেই প্রয়োজন।
ধর্ষণের এ সব ঘটনা বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী
বলেন ধর্ষণের পর গোল হয়ে রাস্তায় বসে মোমবাতি না জ্বালিয়ে একটা জীবন্ত ধর্ষকের গায়ে আগুন লাগিয়ে তাকে পুরানো দরকার। তবেই আমাদের মা বোনেরা ধর্ষণপর হাত থেকে রক্ষা পাবে।
বিভিন্ন তথ্য সুত্রে জানা যায়, গত ২ দিনে সারাদেশে ১৭ জন নারী ধর্ষণের স্বীকার হয়েছে।সুত্র ইনকিলাব