বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মুগ্ধ মঞ্চে ইসলামী আন্দোলনের গণসমাবেশ চলছে তেল ও গ্যাসে আরও বিনিয়োগের প্রয়োজন হতে পারে: আইইএ ডিসিসিআই সভাপতি ও জাপানের রাষ্ট্রদূতের দ্বিপাক্ষিক বৈঠক জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বাংলাদেশের সংবিধানে প্রতিবন্ধী শব্দ বলতে কিছু নেই; আমির খসরু মাহমুদ ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য : উপদেষ্টা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গেলেন প্রধান উপদেষ্টা অবৈধ জুয়ার অ্যাপের প্রচার, উর্বশী-মিমিকে ইডির তলব নেপালে লুট করা জিনিস কেনা বা বিক্রির বিরুদ্ধে সতর্কতা জারি

আট হাজার পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আটক, স্ত্রী পলাতক

  • আপডেট টাইম : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৭ বার পঠিত

হাফসা  : উত্তরায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতার কৃত মাদক কারবারি নাম আনোয়ার হোসেন আনা (৪২)। এ সময় আনোয়ারের স্ত্রী জরিনা বেগম পালিয়ে যায়।
আজ শনিবার বিকাল ৪.৩০ মিনিটের সময় উত্তরা বিভাগের উপ- পুলিশ কমিশনার মুহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন,গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা ৪০ মিনিটে উত্তরা পশ্চিম থানার একটি চৌকস দল উত্তরা ১২ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) সাদ্দাম হোসেন।

তারা একটি নীল রঙের টয়োটা প্রভক্স (ঢাকা মেট্রো-গ ২৩-৩৩৪১) গাড়িকে থামিয়ে তল্লাশি চালায়।  তল্লাসি চালিয়ে গাড়ির চালক আনোয়ার হোসেন ওরফে আনা (৪২) এর কাছ থেকে উদ্ধার করা হয় ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
পুলিশ তাকে ঘটনাস্থলেই আটক করে থানায় নেওয়া হয় এবং গাড়িটি জব্দ করা হয়।

আটক আনোয়ার হোসেনের স্থায়ী ঠিকানা মানিকদী বাজার, ক্যান্টনমেন্ট থানা, ঢাকা। বর্তমানে সে জামতলা, কাওলা বাজার এলাকায় বসবাস করে।
উত্তরা পশ্চিম থানার পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মাদক, মারামারি- ছিনতাইসহ ডিএমপির বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে ক্যান্টনমেন্ট থানার একটি মামলায় সে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি।

আনোয়ার হোসেনের স্ত্রী জরিনা বেগম পলাতক রয়েছেন। তিনিও ডিএমপির খিলগাঁও ও রমনা থানায় তিনটি মাদক মামলার আসামী। জরিনা বেগমের বিরুদ্ধেও ওয়ারেন্ট রয়েছে এবং তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং কালে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম আরো বলেন, গ্রেফতারকৃত ব্যাক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার দেওয়া তথ্য অনুযায়ী মাদক চক্রের অন্যান্য সদস্যদের সনাক্ত করে ধরার চেষ্টা চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com