বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আগামী সপ্তাহেই সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে কমিশন: ইসি সচিব আসিফ নজরুল: সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো দু-এক মাসের মধ্যে করা হবে তেঁজগায় থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল বিইউএফটি মডেল জাতিসংঘ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত উত্তরা পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ৭ জনকে আটক করেছে সেনাবাহিনী  ১৬ আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে বক্সিং ও ময় থাই টুর্নামেন্ট TKO Rising Stars” স্বৈরাচার সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ও অত্যাচারেই কোকো’র মৃত্যু : আমিনুল হক ৮ দফা দাবিতে মাইলস্টোনের সামনে মানববন্ধন খিলক্ষেতে চাঁদাবাজ ‘ফরমা রনি’ আটক টঙ্গীতে অলি মিয়া হত্যার রহস্য উদ্ঘাটন! তিনজন গ্রেফতার

বিইউএফটি মডেল জাতিসংঘ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৪ বার পঠিত

 

হাফসা: উত্তরায় বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজি  “বুফ্ট মডেল জাতিসংঘ সম্মেলন -২০২৫”  অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি আজ সকাল ১১টায় উত্তরা তুরাগের বিজিএমইএ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন পাঠ, জাতীয় সংগীত, জুলাই বিপ্লবের শহীদদের এবং মাইলস্টোন ট্র্যাজেডির সম্মানে এক মিনিটের নীরবতা পালন করা হয়।
এর পর পরই আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফারুক হাসান,তিনি
চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টি বুফ্ট।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রশিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর
এম কফিল উদ্দিন আহমেদ, তিনি আরভিটিশন-০১ এর চেয়ারম্যান ও সভাপতি বাংলাদেশ ক্লাব।
উপস্থিত ছিলেন, সম্মানিত অতিথি-উপাচার্য প্রফেসর ডা.
আইয়ুব নবী খান বুফ্ট, সম্মানিত অতিথি-জিপি ক্যাপ্টেন এ এন এম রাফিকুল আলম, এনডিসি, পিএসসি (অবসরপ্রাপ্ত), ছাত্র কল্যাণ পরিচালক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম কফিলউদ্দিন আহমেদ।
তিনি বলেন “বিশ্বব্যাপী বিভাজন সমাধানের জন্য টেকসই শান্তি এবং ব্যাপক সুরক্ষার সন্ধানে সমবেদনা, কূটনীতি এবং সংহতি সমন্বয় করা উচিত।

বিইউএফটি মডেল ইউনাইটেড নেশনস (বিইউএফটিএমইউএন) ২০২৫ হলো বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) একটি আন্তর্জাতিক মডেল জাতিসংঘ বিষয়ক সম্মেলন। এটি তরুণদের বিশ্বব্যাপী পরিবর্তন আনার জন্য একটি প্ল্যাটফর্ম, যেখানে সংলাপের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ থাকে।
বিইউএফটি মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৫-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা ও বিতর্ক করার জন্য বেশ কয়েকটি কমিটি থাকবে। এই কমিটিগুলো তরুণদের সমস্যা সমাধানে সহযোগিতা ও পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে নতুন পথ দেখাবে। এর মূল লক্ষ্য হল, ভবিষ্যৎ প্রজন্ম এমন একটি পৃথিবী গড়ে তুলবে, যেখানে সবাই মিলেমিশে কাজ করবে।
বিইউএফটি মডেল জাতিসংঘ সংস্থা (বিইউএফটিএমইউএনএ) বিইউএফটির শিক্ষার্থীদের মধ্যে একটি বৈচিত্র্যময় দল তৈরি করে, যারা কূটনীতি, আলোচনা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতা অর্জন করে।এই সম্মেলনে শিক্ষার্থীরা বিভিন্ন দেশ বা সংস্থার প্রতিনিধি হিসেবে বিভিন্ন বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করে, বিতর্ক করে এবং প্রস্তাবনা তৈরি করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com