মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে, তোমারও ঠিক সেরকম অবস্থা হবে— ভুক্তভোগী নারীকে তৌহিদ আফ্রিদির হুমকি মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অপসারণের নির্দেশ ট্রাম্পের যারা নির্বাচন বয়কট করবে, নিজেরাই মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন আহমদ খাল দখলকারী ও ভূমিদস্যুদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা সারাদেশে বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নাগরিক আটক ভিনিসিউসকে একাদশে না রাখার ব্যাখ্যা দিলেন কোচ লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা, সর্বোচ্চ ৫ লাখ টাকা এবার চীন-ভারত সীমান্তে পানিযুদ্ধের আশঙ্কা বাড়ছে ফেব্রুয়ারিতে নির্বাচনে ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছে : মঈন খান

মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অপসারণের নির্দেশ ট্রাম্পের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে বন্ধকী ঋণের নথিতে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগে পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।যুক্তরাষ্ট্রের ১১১ বছরের কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে এটাই প্রথমবার কোনো প্রেসিডেন্ট সরাসরি একজন গভর্নরকে অপসারণের ঘোষণা দিলেন।

ঘটনাটি ট্রাম্পের দীর্ঘদিনের ফেডবিরোধী অবস্থানের বড় ধরনের নতুন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সুদের হার দ্রুত না কমানোয় ফেডকে দায়ী করে আসছিলেন ট্রাম্প।

ট্রাম্প প্রশাসনের কয়েকজন সদস্য সম্প্রতি কুকের বিরুদ্ধে বন্ধক (মর্টগেজ) জালিয়াতির অভিযোগ তোলে। ফেডারেল হাউজিং ফাইন্যান্সের পরিচালক বিল পুলতে প্রথম এ অভিযোগ করেন। পরবর্তীতে বিচার বিভাগ (ডিওজে) জানিয়েছে, তারা অভিযোগগুলো তদন্ত করবে। তবে এখন পর্যন্ত কুকের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি।

কুক এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধভাবে আমাকে বরখাস্ত করার দাবি করেছেন অথচ এর কোনো আইনি ভিত্তি নেই। তিনি তা করার ক্ষমতাও রাখেন না। আমি পদত্যাগ করবো না, দায়িত্ব পালন অব্যাহত রাখবো।

আইন অনুযায়ী, প্রেসিডেন্ট শুধু যথোপযুক্ত কারণ দেখিয়ে ফেড বোর্ড সদস্যকে অপসারণ করতে পারেন। কিন্তু যথোপযুক্ত কারণ কী হতে পারে, সেটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত নয়। ফলে বিষয়টি আদালতে গড়ানোর সম্ভাবনা প্রবল।

কুকের আইনজীবী অ্যাবে ডেভিড লওয়েল বলেছেন, প্রেসিডেন্টের এ পদক্ষেপ বেআইনি। আমরা প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেব।

ঘটনার পরপরই আন্তর্জাতিক মুদ্রাবাজারে চাপ তৈরি হয়। ডলার সূচক ০.৩% হ্রাস পায়। যুক্তরাষ্ট্রের শেয়ার ফিউচারও নিম্নমুখী হয়—ডাও ফিউচার ১০০ পয়েন্ট বা ০.২%, এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার ০.৩% এবং নাসডাক ১০০ ফিউচার ০.৫% কমে যায়। অপরদিকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত সোনার দাম বেড়ে যায় ০.৪৫%।

ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন এক বিবৃতিতে বলেছেন, এটি ক্ষমতা দখলের এক স্বৈরাচারী প্রচেষ্টা, যা স্পষ্টতই ফেডারেল রিজার্ভ আইনের লঙ্ঘন।

অন্যদিকে রিপাবলিকান সিনেটর টিম স্কটের দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

অর্থনীতিবিদদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা অর্থনীতির স্থিতিশীলতার জন্য অপরিহার্য। ফেডকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখাই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম মূল ভিত্তি। সাবেক ভাইস-চেয়ারম্যান অ্যালান ব্লিন্ডার বলেন, প্রেসিডেন্ট যদি ফেডকে প্রশাসনের অংশে পরিণত করতে চান, তাহলে নীতিনির্ধারণ ভয়াবহ ক্ষতিগ্রস্ত হবে।

২০২২ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনয়নে ফেড বোর্ডে যোগ দেন লিসা কুক। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ নারী, যিনি ফেডারেল রিজার্ভ গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com