বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি এবার আসছেন একেবারে ভিন্ন রূপে। প্রথমবারের মতো তাকে দেখা যাবে আইটেম গানে। তবে কোনো সিনেমায় নয়, বরং একটি মেগা সিরিয়ালে।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হবে নতুন ধারাবাহিক ‘খুশবু’। সেখানেই আইটেম গানে দেখা যাবে তাকে। তবে নিয়মিত থাকবেন না। জানা গেছে, ধারাবাহিকের প্রথম পর্বেই থাকছে মাহির আইটেম গান; সেখানে তাকে দেখা যাবে ঢাকাই সিনেমার নায়িকা তিতলি মির্জার চরিত্রে।
এ ছাড়া খুশবুতে উঠে আসবে রূপালি পর্দার আড়ালে থাকা সিনেমার মানুষের জীবনও। সাজ্জাদ সুমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মমসহ অনেকেই। বিশেষ চরিত্রে থাকছেন সামিরা খান মাহি। নামভূমিকায় দেখা যাবে দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষকে। আরও থাকছেন বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ।
খুশবুর গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মারুফ হাসান। কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত এই নাটকটি দেখা যাবে দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে।