মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এনবিআরের ৪১ অতিরিক্ত কর কমিশনার বদলি সম্প্রতি ফ্লাইটসমূহে কারিগরি ত্রুটির প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গৃহীত পদক্ষেপ পিআর পদ্ধতিতে নির্বাচনে জনগণের অধিকার খর্ব হবে; মির্জা ফকরুল চীন সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২২ মাস পর ব্রাজিল দলে ফিরছেন নেইমার! বৃহস্পতিবার ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা আব্বাস মৎস্য সম্পদ বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার বেপরোয়া লরির ধাক্কায় টঙ্গী উড়াল সড়কে নারীর মৃত্যু ধানমন্ডি ৩২-এ ফুল দিতে আসা রিকশাচালক হত্যাচেষ্টা মামলায় কারাগারে

ফটোসেশনের জন্য ডেঙ্গু দমনের অভিযান

  • আপডেট টাইম : রবিবার, ৪ আগস্ট, ২০১৯
  • ২৮৯ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: ফটোসেশনের জন্য ডেঙ্গু দমনের অভিযান চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক।

তিনি বলছেন, ডেঙ্গু মোকাবিলায় এবং বানভাসি মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এই সরকার যে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তার আজকের পত্রিকাগুলো পড়লে দুই মেয়র এবং তথ্যমন্ত্রীর যে হাস্যকর ছবি প্রকাশিত হয়েছে তা দেখে বোঝা যায়। এখানে ফিল্মি স্টাইলে, নাটক স্টাইলে শুধু ফটোসেশনের জন্য ডেঙ্গু দমনের অভিযান চালানো হয়েছে। এইভাবে কখনও ঢাকা শহর থেকে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়।
রোববার (৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন ঢাকা মহানগর উত্তর আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, যে সরকার সত্যিকার অর্থে মানুষকে ভালোবাসে না, যে সরকার দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেয়, যে সরকার বিনাভোটে নির্বাচিত হয়ে সংসদ পরিচালনা করে, যে সরকার জনগণকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দেয় না, যে সরকারের শাসনামলে পার্লামেন্ট থাকে কিন্তু বিরোধী দল থাকে না, যে পার্লামেন্টে মমতাজের গান শোনা যায় ফাইট্টা যায়, সেই সরকারের কাছে আমরা কীভাবে দাবি করতে পারি ডেঙ্গু দমনের জন্য।

ডেঙ্গু দমনে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে দাবি করে সাবেক বিরোধী দলের এই চিফ হুইপ বলেন, ডেঙ্গু দমনের জন্য যে উদ্যোগ যে কাজগুলো করার প্রয়োজন সেটি না করে দুই মেয়র শুধু ফটোসেশন করছে এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলছে কিন্তু প্রয়োজনীয় যে সমস্ত ব্যবস্থা করা দরকার সেগুলো করছে না। আমরা শুনছি ওষুধ আসছে ওষুধ আসবে কিন্তু সেই ওষুধের উপকারিতা ও মোটেও নাই সেটা আমরা আজ পত্রিকায় দেখতে পেলাম। প্রতিদিন হাজার হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে কিন্তু সরকারের এমপি-মন্ত্রীরা শুধু মিডিয়ায় মুখরোচক কথা বলছেন। তারা বলছেন আমরা ডেঙ্গুতে সহনশীলতা নিয়ে আসছি কিন্তু মোটেও না।

তিনি বলেন, যে সরকার জনগণের দাবি উপেক্ষা করে অযৌক্তিকভাবে গ্যাসের দাম এবং বিদ্যুতের দাম বৃদ্ধি করে; ডেঙ্গুতে মানুষ মারা গেলে তাদের কী আসে যায়? তাই আমি মনে করি এই সরকার সম্পূর্ণ ব্যর্থ। এই সরকার বিরোধী দলের কথা কানে নেয় না, জনগণের কথা শুনতে চায় না। এই সরকার শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য যা কিছু প্রয়োজন সেটাই করতে জানে।

ফারুক আরও বলেন, আমি মনে করি যেটা আমাদের দল থেকে দাবি করা হয়েছে অনতিবিলম্বে ডেঙ্গু প্রতিরোধে জরুরি অবস্থা জারি করে সকল দলকে আহ্বান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। এটা করতে যদি আপনারা ব্যর্থ হন দুই মেয়র যেহেতু আপনারা জনগণের ভোটে নির্বাচিত হননি। প্রশাসক আসে ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন নিয়োগ করুন। আপনাদের মুখে বড় বড় কথা আর শুনতে চাই না।

আয়োজক সংগঠনের সভাপতি মোস্তফা গাজী দুদুর সভাপতিত্বে এবং সংগঠনের প্রচার সম্পাদক গোলাম সারওয়ার সরকারের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন, মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com