বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেল ও গ্যাসে আরও বিনিয়োগের প্রয়োজন হতে পারে: আইইএ ডিসিসিআই সভাপতি ও জাপানের রাষ্ট্রদূতের দ্বিপাক্ষিক বৈঠক জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বাংলাদেশের সংবিধানে প্রতিবন্ধী শব্দ বলতে কিছু নেই; আমির খসরু মাহমুদ ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য : উপদেষ্টা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গেলেন প্রধান উপদেষ্টা অবৈধ জুয়ার অ্যাপের প্রচার, উর্বশী-মিমিকে ইডির তলব নেপালে লুট করা জিনিস কেনা বা বিক্রির বিরুদ্ধে সতর্কতা জারি অস্ট্রেলিয়া সিরিজে খেলবেন না উইলিয়ামসন

মাশরাফির নাম অমিতাভ বচ্চনের মুখে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ২৮৯ বার পঠিত

বিশেষ প্রতিবেদক: ভারতের জনপ্রিয় টেলিভিশন সনি ইন্টারটেইনমেন্টে প্রচারিত কুইজভিত্তিক জনপ্রিয় অনুষ্ঠান কোন বানেগা ক্রোড়পতির (কেবিসি) এর সঞ্চালক ভারতের বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা অমিতাভ বচ্চনের মুখে শোনা গেল বাংলাদেশ ওয়ান ডে জাতীয় দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মতুর্জার নাম।

সোমবার ৭ অক্টোবর রাতে কেবিসির হটসিটে খেলছিলেন দীপক বিশ্বকর্মা নামে এক যুবক। সাতটি প্রশ্নের সঠিক জবাব দিয়ে তিনি ৪০ হাজার টাকা জিতে নেন। পরবর্তীতে ৮০ হাজার টাকার জন্য অমিতাভ বচ্চন কম্পিউটার স্ক্রিনে ৮ নম্বর প্রশ্ন রাখেন।

প্রশ্নে বলা হয়, গত (২০১৯) সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট নিম্নলিখিত ৪ দেশের অধিনায়ক এর মধ্যে কোন দেশের অধিনায়ক সংসদ সদস্য ছিলেন। চারটি অপশন এর মধ্যে নাম ছিল বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, আফগানিস্তানের গোলাপ দিন নায়েব ও পাকিস্তানের অধিনায়ক সরফরাজের নাম।

প্রশ্নটির উত্তর দেওয়ার সময় ছিল এক মিনিট। আরসিতে থাকার দীপক সঠিক উত্তর বুঝে উঠতে পারছিলেন না। তার চারটি লাইফ লাইন এর মধ্যে আগেই তিনি দুটি লাইফ লাইন শেষ করে ফেলছিলেন। এ সময় তিনি ফিফটি ফিফটি লাইফ লাইন নেন। দুটি লাইফ লাইন মুছে গিয়ে মাশরাফি বিন মর্তুজা ও সারফরাজ এর নাম থাকে। উত্তর দেয়ার জন্য মাত্র ১০ সেকেন্ড সময় থাকে।

প্রতিযোগী কোনো সঠিক উত্তর দিতে পারছিলেন না। সঞ্চালক অমিতাভ বচ্চনের সময় তাকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, মাত্র ১০ সেকেন্ড সময় আছে দ্রুত উত্তর দিন। এ সময় তিনি অনুমানে মাশরাফি বিন মর্তুজার কথা বলেন।

অমিতাভ বচ্চন কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে উত্তর সঠিক হয়েছে এবং তিনি সঠিক উত্তর দিয়ে ৮০ হাজার টাকা জিতে নিয়েছেন বলে ঘোষণা দেন। এ সময় অমিতাভ বচ্চন হাসিমুখে জানান, ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আওয়ামী লীগের টিকিটে নড়াইল-২ থেকে সংসদ সদস্য (মেম্বার অফ পার্লামেন্ট) নির্বাচিত হন।

অনুমানে উত্তর দিয়ে ৮০ হাজার টাকা জেতা দিপক শর্মা অবশ্য শেষ পর্যন্ত বেশিদূর এগুতে পারেননি। শেষ পর্যন্ত দীপক মাত্র ১ লাখ ৬০ হাজার টাকা জিতেই বিদায় নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com