নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র, প্রশাসন, অর্থনীতি, সমাজের সকল স্তরে সুশাসন প্রতিষ্ঠা এবং চলমান দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান জোরদার ও অব্যাহত রাখার দাবিতে দেশব্যাপী গণমিছিল করবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
মঙ্গলবার জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্র-প্রশাসন-অর্থনীতি-সমাজের সকল স্তরে সুশাসন প্রতিষ্ঠা এবং চলমান দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান জোরদার ও অব্যাহত রাখার দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আগামীকাল ১৬ অক্টোবর বুধবার দেশের সকল জেলা-উপজেলায় গণমিছিল কর্মসূচি পালন করবে।
এ কর্মসূচির অংশ হিসেবে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে ১৬ অক্টোবর বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও সমাবেশ শেষে গণমিছিল করবে।
এ সমাবেশে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ জাসদ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর জাসদের নেতারা অংশ নেবেন।