বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এবার অভিনেত্রী বাঁধনকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা আরও ১০০ গ্যাস কূপ খননের উদ্যোগ নেয়া হয়েছে: জ্বালানি উপদেষ্টা সংস্কার চলা দেশের ব্যাংকিংখাতে সহায়তার আশ্বাস রোহিত-গিল-কোহলি, হাসানে হাসছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের সঙ্গে মোদির বৈঠক হচ্ছে না: ভারতীয় গণমাধ্যম পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, এম আবদুল্লাহ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি শহীদদের পরিবার ৫ ও আহতরা ১ লাখ টাকা করে পাবেন বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনার উন্নয়নে সহযোগিতা করবে চীন : পরিবেশ উপদেষ্টা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, যা বললেন জনপ্রশাসন সচিব

সাংবাদিকরা রকল্যান্ডের ফ্ল্যাটে অগ্রাধিকার পাবেন

  • আপডেট টাইম : সোমবার, ৬ মে, ২০১৯
  • ৩৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: মধ্যবিত্তের আবাসন সমস্যা সমাধানে রকসিটি প্রকল্পে সাশ্রয়ী মূল্যে প্লট বিক্রির পাশাপাশি মধ্যবিত্তের সাধ ও সাধ্যের নাগালে ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। রকল্যান্ডের প্লট প্রকল্পের সঙ্গে সংবাদকর্মীদের সংশ্লিষ্টতা থাকায় এ প্রকল্পে বিশেষ অগ্রাধিকার পাবেন সাংবাদিকরা। এ উপলক্ষে রোববার সকালে সাভারের বিরুলিয়ায় প্রকল্পের উদ্বোধন ও সাংবাদিক সমাবেশের আয়োজন করা হয়।

কেক কেটে প্রকল্পের উদ্বোধন করেন দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক, লেখক ও কবি মুস্তাফিজ শফি। বিশেষ অতিথি ছিলেন কবি, প্রাবন্ধিক ও সিনিয়র সাংবাদিক আবদুল হাই শিকদার, এটিএন বাংলার কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর ও বিশেষ প্রতিনিধি কেরামত উল্লাহ বিপ্লব এবং দৈনিক আমাদের সময়ের ডেপুটি এডিটর দীপঙ্কর লাহিড়ী। এ ছাড়াও সাংবাদিক সমাবেশে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রকল্পের প্রতিটি এক হাজার স্কয়ার ফুট ফ্ল্যাটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ টাকা। মূল্য পরিশোধ সহনীয় করতে থাকছে বুকিং মানি ৫০ হাজার টাকা, ডাউন পেমেন্ট ২ লাখ ৫০ হাজার টাকা এবং প্রতি মাসে ৮ হাজার ৫০০ টাকা হারে সাত বছরের সহজ কিস্তি। সাত বছরের মাথায় প্রতিটি ফ্ল্যাট পুরোপুরি তৈরি হয়ে যাবে। মালিকরা বাকি টাকা পরিশোধ সাপেক্ষে ফ্ল্যাট বুঝে নিতে পারবেন। কারও প্রয়োজন হলে ব্যাংক লোনের ব্যবস্থা করে দেয়া হবে।

প্রকল্পের উদ্বোধনকালে সমকাল সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, ‘সাংবাদিকদের কথা ভেবেই রকল্যান্ড হোমস্টিডের এ ফ্ল্যাট প্রকল্পটি একটি অসাধারণ উদ্যোগ। আমি প্রকল্পটি ঘুরে দেখেছি। বর্তমানে যোগাযোগ ভালোই। তবে এখানে একটি প্রস্তাবিত সড়ক রয়েছে। এটি হয়ে গেলে ঢাকা আর এখানের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আমি আশা করব এখানে অনেক সাংবাদিক ফ্ল্যাট নিতে পারবেন। তবে এ জন্য সবাইকে আলাদা করে প্রস্তুতি নিতে হবে। কিস্তি কীভাবে পরিশোধ করবেন তার পরিকল্পনা থাকতে হবে। আমি রকল্যান্ডের কর্মকর্তাদের দীর্ঘদিন ধরেই চিনি। তারা আমার বন্ধু, কলিগ, ছোটভাই। আমি তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। আমি তাদের সাফল্য কামনা করি এবং আমার দৃঢ় আশা আছে যে তারা এ প্রকল্প সফল করে তুলবে। আমিও তাদের প্রকল্পে কোনও না কোনওভাবে যুক্ত হব।’

কেরামত উল্লাহ বিপ্লব বলেন, ‘রাজধানীর সন্নিকটে সুন্দর পরিবেশ এবং সবুজের মাঝে গড়ে উঠছে এ প্রকল্পটি। এমন পরিবেশে আমি সত্যিই মুগ্ধ। আমি নিজে একাধিকবার প্রকল্পটি ঘুরে দেখেছি। এখানে যে সম্ভাবনা আছে এখানে আমি নিজের জন্য একটি প্লট ও একটি ফ্ল্যাট বুকিং দিচ্ছি।’

কবি, প্রাবন্ধিক এবং সিনিয়র সাংবাদিক আবদুল হাই শিকদার বলেন, ‘এ প্রকল্পটি যারা ডেভেলপ করবে সেই প্রতিষ্ঠানটি আমার বাড়িও ডেভেলপ করেছে। তাদের পরিকল্পনা, ডিজাইন ও কাজে আমি ভীষণ খুশি। আশা করি তারা এ প্রকল্পেও সাংবাদিকদের জন্য মনোমুগ্ধকর ফ্ল্যাট তৈরি করবে।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের সময়ের ডেপুটি এডিটর দীপঙ্কর লাহিড়ী রকল্যান্ডের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রকল্যান্ড হোমস্টিড লিমিটেডের পরিচালক আনিসুর রহমান।

রকল্যান্ড ফ্ল্যাট প্রকল্পটির অবস্থান মেট্রোরেলের স্টার্টিং পয়েন্ট থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে ঢাকার অদূরবর্তী সাভারের সাদুল্যাপুর মৌজায়। প্রথম কন্ডোমিনিয়াম ভবনটির প্রস্তাবিত ৮০টি ফ্ল্যাটের মধ্যে ৭টি অনুষ্ঠান স্থলেই বুকিং দেন সাংবাদিক ও অতিথিরা। বাকিগুলোর জন্য বুকিং দিতে যে কেউ যোগাযোগ করতে পারবেন : ০১৭৬৭৮৩৮৮০৩, ০১৭১০৫৩৯০৪৭, ০১৭১৭১০৩১০৩, ০১৭১১২০০৫০৯ নম্বরে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com