বান্দরবান প্রতিনিধি: বান্দরবানবান্দরবানে ননজিআর মামলায় নোটিশ দেওয়ার পরও আদালতে সাক্ষ্য না দেওয়ায় এক পৌর কাউন্সিলরকে জরিমানা করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান এর আদালত এই আদেশ দেন।
বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বেঞ্চ সহকারী সিকো চাকমা জানান, অপরাধীর কার্যবিধির ধারা ১৮৯৮ এর ৪৮৫ অ-ধারার বিধান মোতাবেক পৌর কাউন্সিলর অজিত দাসকে ২০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদেশের কপি পুলিশের কাছে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, পৌর কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজিত দাস বান্দরবান সদর থানার একটি ননজিআর মামলার (নম্বর ৬০/২০১৮) ৬ নম্বর সাক্ষী। দীর্ঘদিন ধরে মামলাটি আদালতে চলমান রয়েছে। অন্য সাক্ষীরা যথারীতি আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিয়েছেন। কিন্তু, অজিত দাস আদালতে উপস্থিত হননি। মামলার ন্যায়বিচারের স্বার্থে ২৪ নভেম্বর ধার্য তারিখে আদালত সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে তাকে শোকজ নোটিশও দেওয়া হয়। কিন্তু, নোটিশ জারির পরও তিনি হাজির হননি।
এই প্রসঙ্গে পৌর কাউন্সিলর অজিত দাস বলেন, ‘২৪ নভেম্বর সাক্ষ্য দেওয়ার তারিখ ছিল, আজ জানলাম। আমি কোনও নোটিশ পাইনি।’