শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

জামালপুরে আমজাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ২৪৩ বার পঠিত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের আজ প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে । শনিবার (১৪ ডিসেম্বর) শহরে মৌন শোভাযাত্রা ও তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং স্বজনরা।

দুপুরে ‘আমজাদ হোসেন চর্চা কেন্দ্র’র উদ্যোগে শহরের তমালতলা থেকে একটি মৌন শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বকুলতলা হয়ে পৌর কবরস্থানে গিয়ে শেষ হয়।

সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী আলী ইমাম দুলাল, কবি ও সাংবাদিক সায্যাদ আনসারী, তারিকুল ফেরদৌসসহ বিভন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের সদস্যরা আমজাদ হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ৭৬ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেনের মৃত্যু হয়। পরে জামালপুর পৌর কবরস্তানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। তিনি ১৯৪২ সালের ১৪ আগস্ট জামালপুর শহরের ইকবালপুরে জন্মগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com