জ্যেষ্ঠ প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভারতের এনআরসি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতে তিনি নিন্দা জ্ঞাপন করেন।
ফখরুল বলেন, ডাকসু ভিপি নুরুল হক নূরের ওপর হামলা হয়েছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
নূরের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ভারতের এনআরসি নিয়ে সংবাদ সম্মেলন শুরু করেন ফখরুল।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
এর আগে, রোববার বেলা পৌনে ১টার দিকে ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। হামলায় অন্তত ৩২ জন আহত হন। এতে ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেন বলে জানা গেছে।
হামলায় আহত ভিপি নুরসহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত বাকি ২৮ জনকে চিকিৎসা শেষে ঢামেক থেকে ছেড়ে দেয়া হয়েছে।
ভিপি নুরুল হক নুরু ছাড়া ঢামেকে ভর্তি পাঁচজন হলেন- আমিনুল হক, সোহেল, নাজমুল, ফারাবী ও নাজমুল হক। তাদের মধ্যে ফারাবীকে আইসিইউতে রাখা হয়েছে।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন ভিপি নুরকে দেখতে গিয়েছিলেন আওয়ামী লীগের নতুন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম। হামলার সাত ঘণ্টা পর নুরকে দেখতে হাসপাতালে গিয়ে প্রতিরোধের মুখে পড়তে হয়েছে তাদের।