হাফসা :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগনের ভোটাধিকার প্রয়োগে তাদের অধিকার খর্ব হবে। জনগনের অধিকার পরিপূর্ন হবে না।এদেশের জনগণ পিআর পদ্ধতি কি জানেও না বুঝেও না। আমরা পরিস্কার বলে দিয়েছি পিআর পদ্ধতি চাই না। দেশের সাধারণ জনগন ভোট দিতে চায় ব্যালটে ভোট দিতে চায়। বহু বছর যাবত জনগণ ভোট দিতে পারেনি। দেশের সংকট নিরসনে একমাত্র পথ গ্রহনযোগ্য নির্বাচন।
আসন্ন ডাকসু নির্বাচন প্রসঙ্গে বলেন সবার অংশগ্রহনে সুন্দর নির্বাচনের প্রত্যাশা কামনা করি।
থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এসময় বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ আফাজ উদ্দিন, উত্তরার বিএনপি নেতা আব্দুস সালাম, আওলাদ হোসেন, মোস্তফা সরকার সহ বিএনপি ও অংগ
সংগঠনের নেতৃবৃন্দ।