হাফসা উত্তরা : উত্তরার আব্দুল্লাহপুর মালেকা ভানু স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন।
আজ সকালে, উত্তরার মালেকা ভানু স্কুলে কোমলমতি শিক্ষার্থীদের হাতে রং বেরঙের ছাতা তুলে দেন তিনি।
আয়োজকরা বলেন, প্রচড রোড বৃষ্টির সময় শিক্ষার্থীরা স্কুলে আসা যাওয়া করতে অসুবিধা হয়। তারা যেন নিরাপদে স্কুলে আসতে পারে, তাদের সুবিধার্তে এই আয়োজন।
রঙিন ছাতা পেয়ে আনন্দে আত্মহারা শিশুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি শরিফুল ইসলাম টুটুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উত্তরা পূর্ব থানা বিএনপির সভাপতি সালাম সরকার । শাহ আলম, উত্তরা পশ্চিম থানা ছাত্রনেতা আলাউদ্দিন,যুবদলের সাবেক সভাপতি আমিনী, বিপ্লবী সাধারণ সম্পাদক অপু সিকদার। উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ ও আহাম্মদ আলী সাগর।
নির্ধারিত সময়ে অনুষ্ঠানে এসেই বক্তব্যের শুরুতে এস. এম. জাহাঙ্গীর শিক্ষার্থীদের সঙ্গে কৌশলাদি জিজ্ঞেস করে জেনে নেন তাদের সার্বিক অবস্থা। তিনি তাদেরকে নিয়মিত স্কুলে আসা ও ভালোভাবে পড়াশোনা করার আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,
“বাবা–মা তোমাদের স্কুলে পাঠাচ্ছেন যেন তোমরা বড় হয়ে ভালো মানুষ হও। সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়মিত স্কুলে আসো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে এই এলাকার স্কুলগুলোকে উন্নত করতে উদ্যোগ নেওয়া হবে যাতে শিক্ষার্থীরা আরও ভালো পরিবেশে পড়াশোনা করতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শিশুদের লেখাপড়ার পাশাপাশি শারীরিক সুস্থতার জন্য শরীরচর্চায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
ছাতা পেয়ে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরাও জানায়, এতে তারা বৃষ্টি ও রোদ থেকে নিজেদের সুরক্ষা করতে পারবে এবং নিয়মিত স্কুলে আসতে সুবিধা হবে।