আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের ক্ষমতাসীন দল লিকুদ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার দলটির এক লাখ ১৬ হাজার সদস্যের ৪৯ শতাংশ এই ভোটে অংশ নেয় বলে জানিয়েছে বিবিসি।
প্রতিদ্বন্দ্বী জিদিওন সার পরাজয় মেনে নিয়ে নেতানিয়াহুকে আগামী জাতীয় নির্বাচনে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।
দলের অভ্যন্তরীণ নির্বাচনকে নেতানিয়াহুর নেতৃত্বের ক্ষেত্রে একটি বড় পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছিল। কারণ তার বিরুদ্ধে ইতোমধ্যে ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে মামলার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া লিকুদ পার্টির জনপ্রিয়তা কমে যাওয়ায় উত্থান ঘটেছে মধ্যপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির।
বৃহস্পতিবার রাতেই নেতানিয়াহু টুইটারে তার বিজয় ঘোষণা করেছেন।
তিনি লিখেছেন, ‘ঈশ্বর ও আপনাদের সহযোগিতায় আমি আগামী নির্বাচনে লিকুদ পার্টির একটি বড় বিজয় অর্জনে এবং ইসরায়েলের জন্য অভূতপূর্ব সাফল্য অর্জনে নেতৃত্ব দেব’।
পরাজয় মেনে প্রতিদ্বন্দ্বী ও সাবেক মন্ত্রী জিদিওন সার বলেন, ‘আমার সহকর্মী ও আমি জাতীয় নির্বাচনে সফলতার জন্য নেতানিয়াহুর পাশে থাকব’।