বুধবার, ০৮ মে ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

নাটোরে ৪৬০ পরিবারের গাঁওয়ালী শিন্নি উৎসব

  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ২৭৬ বার পঠিত

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার ভাতুরিয়া গ্রামে প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী গাঁওয়ালী শিন্নি উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দিনব্যাপী এই উৎসবে অংশ নেন গ্রামের ২৬ সমাজের (বংশের) ৪৬০টি পরিবার। উৎসবে ২৬টি ছাগল কেটে রান্না করে অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ দেওয়া হয়।

ভাতুরিয়া গ্রামের বাসিন্দা দিঘাপতিয়া উত্তরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম ইমতিয়াজ জানান, ‘ভাগপ্রতি সমাজভেদে ১০০-২০০ টাকা ও ৫শ’ গ্রাম চাল দিয়ে উৎসবে অংশ নেন গ্রামবাসী।’ তিনি আরও জানান, ‘কথিত আছে, প্রায় দেড়শ বছর আগে এই গ্রামে ডায়রিয়া-কলেরা রোগের প্রাদুর্ভাব হয়। অনেক মানুষ মারা যাওয়ার পর আতাব্দি ফকির নামে এক আলেম এ ধরনের একটি আয়োজন করার পরামর্শ দেন। উৎসব পালন শেষে গ্রামবাসী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। কিছুদিন পর একইভাবে গ্রামবাসীর পালিত গবাদী পশুও আক্রান্ত হয়। তখন একই ভাবে খিরশিন্নি উৎসব পালন করা হলে ওই প্রাদুর্ভাব থেকেও রক্ষা পায় গ্রাম। সেই থেকে এখন পর্যন্ত এই গ্রামের লোকজন প্রতি বছর এই দুই বার উৎসব পালন করে আসছেন।’
গাঁওয়ালী শিন্নি উৎসব

উৎসব উপলক্ষে গ্রামের বিভিন্ন বাড়িতে মেয়ে-জামাই-নাতিপুতিসহ নাওয়রিদের আগমনে প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর শরিফ চৌহান বলেন, ‘এই উৎসবের মাধ্যমে ভাতুরিয়া গ্রামে সম্প্রীতি ও ভাতৃত্ব বাড়ছে। এটি এখানকার একটি ঐতিহ্যবাহী আয়োজন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com