হাফসা : মাইলস্টোন স্কুলের প্রয়াত শিক্ষিকা মেহেরিন চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ। এসময় তিনি বলেন,এটি মৃত্যুই নয় শুধু, এটি একটি আদর্শিক আত্মত্যাগ! মাইলস্টোন শিক্ষার্থীদের জন্য জীবন উৎসর্গ করেছেন শিক্ষিকা মেহরিন।
৩০ জুলাই, বুধবার দুপুর ২টায় উত্তরা ১৩ নং সেক্টর ২- নং রোড এর ‘রয়েল পার্ক’ বাসায় গিয়ে মাইলস্টোন স্কুলের প্রয়াত শিক্ষিকা মেহেরিন চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানান রিজভীসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
এ সময় তিনি বলেন,
শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজ দেহের ৯০% পুড়ে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। এই অসাধারণ আত্মত্যাগ স্মরণে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীর সাথে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান। এছাড়াও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম- আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর ও এম কপিল উদ্দিন উপস্থিত ছিলেন।
রুহুল কবীর রিজভী বলেন, “ছাত্রছাত্রীরা সন্তানের চেয়েও বড়—তার দৃষ্টান্ত রেখে গেছেন মাইলস্টোন কলেজের শিক্ষিকা মেহেরিন চৌধুরী। এটি মৃত্যুই নয় শুধু, এটি একটি আদর্শিক আত্মত্যাগ। তিনি নিভৃতে দায়িত্ব পালন করে গেছেন, এতটাই নিঃস্বার্থভাবে যে আজ জাতি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে।”
তিনি আরও বলেন, “স্বার্থপর হলে তিনি ফিরে আসতে পারতেন। কিন্তু ছাত্রদের রক্ষায় তিনি নিজের জীবন বিসর্জন দিয়েছেন। এমন মানুষদের কারণেই পৃথিবী এখনও মানবিকতার আলোয় আলোকিত। আল্লাহ যেন প্রতিটি ঘরে এমন আদর্শবান মানুষ তৈরি করেন।”
বিএনপি নেতৃবৃন্দ ও উপস্থিত নেতা কর্মীরা তার বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন।