সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

অল ইজ ওয়েল: ইরানের হামলার পর ট্রাম্প

  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ৩৩৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানি হত্যার প্রতিশোধ নিতে ইরাকে দুটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। বুধবার ভোররাতে ১৫টি মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। ওই হামলার পর এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, অল ইজ ওয়েল (সব ঠিক আছে)।

টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘ইরাকের দুটি সেনা ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোঁড়া হয়েছে। ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, তার খোঁজ চলছে। এখনও পর্যন্ত সবই ঠিক আছে।’

ইরানকে বার্তা দিয়ে ট্রাম্প বলেন, ‘বিশ্বের মধ্যে সবথেকে শক্তিশালী ও আধুনি অস্ত্রধারূ সেনাবাহিনী আমাদের আছে। কাল সকালে বিবৃতি দেব।’

এর আগে ইরাকে অবস্থিত দু’টি মার্কিন বিমান ঘাঁটিতে ১২টি’র বেশি ব্যালেস্টিক মিসাইল হামলা হয়েছে বলে জানায় মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। হামলার শিকার হওয়া দুটি ঘাঁটি হলো- ইরবিল ও আল-আসাদ।

হোয়াইট হাউজের মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেছেন, ”ইরাকের একটি মার্কিন ঘাটিতে হামলার খবরের ব্যাপারে আমরা সচেতন রয়েছি। প্রেসিডেন্ট এই বিষয়ে অবহিত হয়েছেন এবং তিনি গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ও জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে আলোচনা করছেন।”

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়টি উল্লেখ না করলেও ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি হেলিকপ্টার ও সামরিক সরঞ্জামাদি ধ্বংস হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com