আন্তর্জাতিক ডেস্ক: কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তেহরান সফরে যাচ্ছেন। রোববার দেশটির সরকার এ কথা জানিয়েছে।
ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে যুক্তরাষ্ট্রের হত্যা এবং এর পরে তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনার মধ্যেই তিনি এ সফরে যাচ্ছেন।
কাতার যুক্তরাষ্ট্রর ঘনিষ্ঠ মিত্র এবং একই সঙ্গে ইরানের সঙ্গেও তার দৃঢ় সম্পর্ক রয়েছে। কাতারভিত্তিক আল জাজিরার খবরে বলা হয়েছে, শেখ তামিম প্রেসিডেন্ট হাসান রুহানি ও ইরানের অন্য শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।