ঢাকা: রাজধানীর তুরাগ থানাধীন বাউনিয়া বটতলা এলাকা থেকে ১৯ মার্চ বৃহস্পতিবার ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটককৃত আসামী শেরপুর জেলার মকসেদপুর উপজেলার কাইলাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মামুনুর রশিদ (৪৬)। এ সময় তার কাছ থেকে বেশ কয়েকটি থানার মোবাইল নাম্বার সম্বলিত লিফলেট, কয়েকটি ফাইল ও ১৪ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গত বৃহস্পতিবার দুপুরে তুরাগের বাউনিয়ার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে বাউনিয়া বটতলা এলাকার রাজীবদের বাড়ির দ্বিতীয় তলার এক ভাড়াটিয়ার নিকট মামুনুর রশিদ নামের ঐ ব্যক্তি ডিবির ওসি পরিচয় দিয়ে প্রবেশ করে। পরে ওই ভাড়াটিয়াকে ইয়াবার ব্যবসার অপবাদ দিয়ে ৬০ হাজার টাকা দাবি করে । কিন্তু কথাবার্তা সন্দেহজনক মনে হলে পাশের ফ্ল্যাটের প্রতিবেশীকে ডাকেন ওই ভুক্তভোগী ভাড়াটিয়া। এসময় প্রতারক অবস্থা বেগতিক দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করে। এবিষয়ে তুরাগ থানার পরিদর্শক (ওসি) নুরুল মোত্তাকিন জানান, এলাকাবাসী আটক করে এক প্রতারককে পুলিশে সোপর্দ করেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।