আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। রাজ পরিবারেও হানা দিয়েছে প্রাণঘাতী ভাইরাস। গত ২৪ মার্চ রাজ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস করোনায় আক্রান্ত হন। এবার কোভিড-১৯ ধরা পড়লো রানি দ্বিতীয় এলিজাবেথের শরীরে।
গতকাল শুক্রবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনায় আক্রান্ত হন। ঘণ্টাখানেক পর স্বাস্থ্যমন্ত্রীরও করোনা পজিটিভ ধরা পড়ে।
জনসন করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে রানির সুস্থতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। কারণ প্রত্যেক সপ্তাহেই প্রধানমন্ত্রী দেখা করতেন তার সঙ্গে। সর্বশেষ ১১ মার্চ এক বৈঠকে বসেন তারা।