মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ২১৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সরকার করোনাভাইরাসের বিস্তার রোধে জনসমাগম এড়িয়ে সবাইকে ঘরে থাকার নির্দেশ দিলেও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামের সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিনের ভাই শাহাবুদ্দিনের বাড়িতে জমা ময়লা পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করতে গেলে বাধা দেন বর্তমান ইউপি সদ্য মলাই মিয়া। বিগত ইউপি নির্বাচনের পর থেকেই নাসির উদ্দিনের সঙ্গে মলাই মিয়ার বিরোধ চলে আসছে। মঙ্গলবার ড্রেন নির্মাণ নিয়ে কথা কাটাকাটির জেরে উভয়পক্ষের কয়েকশ সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক দফায় চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশত লোক আহত হন। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহদাত হোসেন জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com