অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের ভয়াবহতার আশঙ্কায় বিভিন্ন দেশে অবস্থানরত নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে মার্কিন সরকার।
বাংলাদেশ থেকে দ্বিতীয় দফায় মার্কিন নাগরিকরা আগামীকাল রোববার ভাড়া করা বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন।
শুক্রবার (৩ এপ্রিল) ঢাকাস্থ মার্কিন দূতাবাস সূত্রে এই তথ্য জানা গেছে।
বিশেষ ফ্লাইটটি ঢাকা থেকে দোহা হয়ে ওয়াশিংটন ডিসির ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পৌঁছবে। তবে এই ফ্লাইটে কতজন ফিরছেন, তা জানা যায়নি। এবারের ফিরতে আগ্রহীদের মধ্যে বাংলাদেশে বংশোদ্ভূত মার্কিন নাগরিক বেশি বলে জানা গেছে।
প্রসঙ্গত, এর আগে ২৬৯ মার্কিন নাগরিক নিয়ে বিশেষ ফ্লাইট সোমবার (৩০ মার্চ) ঢাকা ছাড়ে।