সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

রমজান ও ঈদে অর্থ লেনদেন-স্থানান্তরে প্রস্তুত পুলিশের ‘মানি স্কট’ দল

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ১৯৯ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : রমজান ও ঈদুল ফিতরে অর্থের লেনদেন ও স্থানান্তর করতে পুলিশের ‘মানি স্কট’ দল প্রস্তুত রয়েছে। প্রয়োজনে যেকেউ (৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০, ০১৭১৩৩৯৮৩১১) যোগাযোগ করে পুলিশের সহযোগিতা নিতে পারেন।

সোমবার (১১ মে) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সময় আর্থিক লেনদেন বৃদ্ধি পায়। সঙ্গে চুরি, ছিনতাইসহ মলম পার্টি ও অজ্ঞান পার্টির অপতৎপরতাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। একটু অসতর্কতার জন্য আপনার কষ্টের উপার্জিত অর্থ ছিনিয়ে নিতে পারে দুষ্কৃতিকারীরা। অনেক সময় এই অর্থের জন্যই হয়তো হারাতে হতে পারে নিজের প্রাণও। তাই অর্থ বহন ও উত্তোলনে সতকর্তা অবলম্বন করুন। নিতে পারেন পুলিশের সহযোগিতা।

বিজ্ঞপ্তিতে পরামর্শ দিয়ে বলা হয়, বড় অংকের অর্থ একা বহন করবেন না। সঙ্গে অতিরিক্ত একাধিক বিশ্বস্ত ব্যক্তি রাখুন। আপনার অর্থ বহন সংক্রান্ত কোনো তথ্য আগেই অন্যকে জানানো থেকে বিরত থাকুন। পায়ে হেঁটে অথবা রিকশায় অর্থ বহনের পরিবর্তে মোটরসাইকেল কিংবা গাড়িতে অর্থ বহন করুন। নগদ অর্থ বহনের আগে নিশ্চিত হয়ে নিন যেন আপনার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের কেউ দুষ্কৃতিকারীদের জানিয়ে দিলো কিনা। দৈনিক নগদ অর্থ বহনের প্রয়োজন হলে মাঝে মধ‌্যে ভিন্ন পথ ব্যবহার করুন। অর্থ বহনের সময় ব্যাগ এমনভাবে ব্যবহার করুন যেন বাইরে থেকে বোঝা না যায়। বড় নোট ব্যবহারে সচেষ্ট হউন। সব টাকা এক সঙ্গে না রেখে বিভিন্ন জায়গায় রাখুন। গলিপথ কিংবা নির্জন পথ ব্যবহারের পরিবর্তে অপেক্ষাকৃত ব্যস্ত সড়ক ব্যবহার করতে হবে। এটিএম বুথে টাকা তুলতে গেলে বুথের ভেতরে কেউ আছে কিনা নিশ্চিত হয়ে নিন। এটিএম বুথের অভ্যন্তরে আর্থিক লেনদেনে ব্যবহৃত পিন নম্বরটি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন। বড় অংকের টাকা পরিবহনে প্রয়োজনে পুলিশ এস্কর্ট ব্যবহার করুন। সম্ভব হলে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফারের কাজটি চেকের মাধ্যমে সম্পন্ন করুন। ট্রাফিক সিগন্যাল বা জ্যামে পড়লে অতিরিক্ত সতর্ক থাকুন। সিসি ক্যামেরা আছে এমন ব্যাংকের সঙ্গে লেনদেন করুন। বড় অংকের অর্থ পরিবহনের কাজটি রাতে না করে দিনে সম্পন্ন করার চেষ্টা করুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com