বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

যাত্রীদের শতভাগ স্বাস্থ্য বিধি মেনে ট্রেন চালানোর ওপর পশ্চিমাঞ্চল রেলের জিএমের গুরুত্বারোপ

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ২৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঈশ্বরদী: যাত্রীদের শতভাগ স্বাস্থ্য বিধি মেনে ট্রেন চালানোর ওপর গুরুত্বারোপ করে পশ্চিমাঞ্চল রেলের জিএম মিহির কান্তি গুহ বলেছেন,সকল ট্রেনের যাত্রী ও স্টাফদের যে কোন উপায়ে করোনা মুক্ত রেখে ভ্রমনের সুবিধা দিতে হবে। সেজন্যই পশ্চিমাঞ্চল রেলের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিরা বরামমহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

আজ বুধবার সকাল থেকে দিন ব্যাপি ঈশ্বরদী ও রাজশাহী রেলস্টেশনে জিএম মিহির কান্তি গুহ’র নেতৃত্বে করোনা ভাইরাস রোধে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসুচি শুরুর আগে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এ মন্তব্য করেন। টিকিটসহ বৈধ যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষার পর স্টেশনে প্রবেশ,হ্যান্ড সেনিটাইজার ,মাস্ক ও রজনী গন্ধা ফুল প্রদান টেম্পু স্টেন্ডে অবৈধ দোকানীদের উচ্ছেদ করাসহ নানা কর্মসুচি বাস্তবায়নে স্বশরীরে ঈশ্বরদীও রাজশাহী স্টেশনে অংশ নেন, জিএম মিহির কান্তি গুহ,পাকশীর ডিআর এম আসাদুল হক,পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার নাঈমউল আলম,ডিইএন /২ আব্দুর রহিম ,ডিএসটিই রুবাইয়াত শরীফ, ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি গোপাল কর্মকার, পশ্চিমাঞ্চলের বিভাগীয় প্রধানরা ঢাকা গামী,বনলতা এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেস এবং খুলনাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সতর্ক করে দেন ট্রেন ভ্রমনে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে জন্য। এসব কর্মসুচি বাস্তবায়ন দেখে রুচিশীল যাত্রীরা রেল কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com