নীলফামারী প্রতিনিধি: উজান থেকে নেমে আসা ঢলের পানি প্রবাহ কমেছে। ফলে রবিবার (২১ জুন) সকাল ৬টা থেকে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে ১০ সেন্টিমিটার বিপদসীমার নিচে নেমেছে। শনিবার (২০ জুন) তিস্তার পানি ওই পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপরে ছিল। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সর্তকীকরণ কেন্দ্র জানায়, সর্বশেষ রবিবার (২১ জুন) সকাল ৯টায় তিস্তার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচে নেমে এসেছে। আর সকাল ৬টায় বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচে ছিল। গত ২৪ ঘণ্টায় তিস্তা অববাহিকার ডালিয়া পয়েন্টে বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১৬ মিলিমিটার।
রবিউল ইসলাম জানান, ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার নিচে নামলেও আমরা দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজের ৪৪ স্লুইস গেট (জলকপাট) খুলে রাখা হয়েছে।