বুধবার, ১৪ মে ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

করোনার ভয়ে ট্রাম্পের সম্মেলন বাতিল

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ২৪০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: করোনার আতঙ্কে ফ্লোরিডায় তার দল রিপাবলিকান পার্টির সম্মেলন বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প। তার জায়গায় তিনি অনলাইন টেলি-সম্মেলন করবেন।

দীর্ঘদিন তিনি করোনাকে আমল দেননি। বারবার দেশবাসীকে ভরসা দিয়েছেন, কিছুদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। করোনা রুখতে লকডাউনের পক্ষেও ছিলেন না তিনি। এমনকী দীর্ঘদিন মাস্ক পরতেও রাজি হননি। এখন ডোনাল্ড ট্রাম্পই করোনার ভয়াবহতাকে স্বীকার করে নিচ্ছেন। তিনি মাস্ক পরছেন। দেশের লোককে পরতে বলছেন। এবার তো ফ্লোরিডায় রিপাবলিকান পার্টির গুরুত্বপূর্ণ সম্মেলনই বাতিল করে দিলেন। ট্রাম্প বলেছেন, এত বড় সমাবেশের সঠিক সময় এটা নয়।
এই সমাবেশে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে প্রার্থী করা হতো। তাই এই সম্মেলন ছিল খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ট্রাম্প জানিয়েছেন, পুরোটাই এখন অনলাইন হবে। তিনিও ভার্চুয়াল সভায় অনলাইন ভাষণ দেবেন।

ট্রাম্প জানিয়েছেন, তার হাজার হাজার সমর্থক যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু তার মনে হয়েছে, এটা ঠিক হবে না। ফ্লোরিডা হলো করোনা হটস্পট। যারা আসবেন, তাদের বাড়ি ফিরে কোয়ারান্টিনে থাকতে হবে।

তার ঘোষণা, ‘আমি কোনো ঝুঁকি নিতে চাই না। আমি দেখেছি, মিডিয়াও বলছে, এখন সম্মেলন করা নিরাপদ নয়।’ আগস্টের তৃতীয় সপ্তাহে এই সম্মেলনে ১০ হাজারেরও বেশি প্রতিনিধির যোগ দেয়ার কথা ছিল।

ট্রাম্পই কিছু দিন আগে সমুদ্র সৈকত খুলে দিয়েছেন আমজনতার জন্য। সামাজিক দূরত্ব বজায় রাখার তত্ত্ব মানতে চাননি। করোনা মোকাবিলায় ব্যর্থতার জন্য আমেরিকার লোক যখন প্রবল চটেছেন, তখন তিনি নিজেকে বদলাতে শুরু করলেন। বিশেষজ্ঞদের দাবি, ট্রাম্প বুঝেছেন, নিজেকে না বদলালে ভোটে প্রভাব পড়বে। তার দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন অধরা থেকে যাবে।

আমেরিকায় এখন করোনা আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। এই অবস্থায় ফ্লোরিডায় সমাবেশ করলে তার নিজের দলের নেতাদের শুধু যে বিপাকে ফেলা হতো তাই নয়, লোকেও দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য চটতেন। ডেমোক্র্যাটরা এই ধরনের সমাবেশ করার সমালোচনা করেছিল। তারা বলেছিল, এই সময় বন্ধ ঘরে মাস্ক ছাড়া এত লোককে নিয়ে সমাবেশ করা উচিত নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com