শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নৈতিকতা ও মানবসেবাই রোটারির প্রকৃত শক্তি ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: উত্তরা ও উত্তরখানে বিএনপির লিফলেট বিতরণে সমাবেশে আফাজ উদ্দিন ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন – আমিনুল হক শ্যামলীর ইইউবি ক্যাম্পাস বিক্রির অভিযোগে ভূয়া ট্রাস্টির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি: আমিনুল হক হেলমেটে বলের আঘাতে মাঝপথেই টেস্ট শেষ বেনেটের সরকারবিরোধী আন্দোলনে উত্তাল সার্বিয়া ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিন্যান্স’-এর খসড়া অনুমোদন নিরাপত্তার স্বার্থে আমার বৈধ অস্ত্র আছে: আসিফ মাহমুদ

মিশিগানে বাংলাদেশিদের মিলনমেলা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ২৫৩ বার পঠিত

প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে জমকালো পিকনিক করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। রোববার দুপুরে ওয়ারেন সিটির হলমিছ পার্কে পিকনিক অনুষ্ঠিত হয়। দিনব্যাপী চলে অনুষ্ঠানমালা। দুপুর থেকেই পরিবার-পরিজন নিয়ে জড়ো হন বাংলাদেশিরা।

মুখরিত হয়ে উঠে পার্কের প্যাভিলিয়ন। বিপুল সংখ্যক বাংলাদেশিদের অংশগ্রহণে যেন মিলনমেলায় পরিণত হয় পিকনিকস্থল।

৩টার দিকে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে এসে স্বাগত জানিয়েছেন, মিশিগান স্টেট ডিস্ট্রিক-১৪ রিপ্রেজেনটিটিভ আব্রাহাম আয়াস, হ্যামট্রামিক সিটি মেয়র ক্যারেন ম্যাজেস্কি, ম্যাকম্ব কাউন্টি কমিশনার জোসেফ ভি রমানো, হ্যামট্রামিক সিটির মেয়র প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভুত কামাল রহমান, কাউন্সিলর প্রার্থী আবু আহমদ মুছা, আরমানি আছাদ।

বিকেল সাড়ে ৩টায় দেশীয় স্বাদে মধ্যাহ্নভোজ পরিবেশন হয়। পরে ছোট্ট ছেলে-মেয়ে এবং মায়েদের অংশগ্রহণে খেলাধুলা শুরু হয়। বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। থেমে থেমে হালকা বৃষ্টির সঙ্গে মৃদৃ ঠাণ্ডা বাতাস বইলেও বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে আনন্দ উপভোগ করেন।

কেউ কেউ জম্পেশ আড্ডা আনন্দে মেতে উঠেন। আকর্ষণীয় পুরস্কারে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সবশেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে গেয়ে আনন্দ উল্লাস করা হয়। প্রবাসী শিল্পী সৈয়দ সাফি, মোহাম্মদ হোসেইন সংগীত পরিবেশন করেন।

সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের আহ্বায়ক সৈয়দ মঈন দিপু ও সদস্য সচিব মো. লুৎফুর রহমান পিকনিকে অংশ নেয়া সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

অতিথিরা বলেন, আমরা প্রবাসে ভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। ব্যস্ত জগতের বাসিন্দা। করোনা পরবর্তী প্রবাস জীবনের একঘেয়েমি ভাঙ্গতে এই উদ্যোগ নিই এবং কমিউনিটির ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছে। আগামীতে সবার সঙ্গে পুনরায় মিলিত হওয়ার আশা ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com